ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ সম্পর্কে

Creative Marketers BD logo

সর্বপ্রথম, আপনাকে স্বাগতম জানাতে চাই ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করার জন্য।

তো চলুন শুরু করা যাক, কিভাবে শুরু হল Creative Marketers BD এর পথ চলা।

 

গল্পটি বলার আগে, আমার নিজের পরিচয়টি সংক্ষেপে দিয়ে দিই। আমি মোঃ হাবিবউল্লাহ হাবিব, Creative Marketers BD এর ফাউন্ডার ও সিইও। আমি ইতিমধ্যে একজন এসইও স্পেশালিষ্ট হিসাবে কাজ করেছি। এছাড়াও, সহঃ ম্যানেজার এবং ম্যানেজার পদে বেশ কয়েকটি কোম্পানিতে কাজ করেছি। 

কিভাবে যাত্রা শুরু হল?

যেমনটা আমি বললাম, বেশ কিছু কোম্পানির হয়ে আমি কাজ করেছি । এই সময়গুলিতে, অনেক সময় কোম্পানি আমার উপর এমন কোন কাজের দায়িত্ব দিত যেটা ইসলাম সমর্থন করে না।

একজন মুসলিম হিসাবে ব্যপারগুলি আমার কাছে খুবই দুঃখজনক ছিল। কয়েকবার এই কারণেই জব পাল্টিয়েছি। কিন্তু এই ধরনের ব্যাপার মাঝে মাঝেই সামনে এসে দাঁড়াত। তারপর, চিন্তা করলাম নতুন কিছু ভেবে বের করতে হবে।

এরপরই, যাত্রা শুরু হল Creative Marketers BD এর। ভাবলাম এর দ্বারা আমি ইসলামি নিয়মকানুন মেনে চলে অন্যদেরকে সেবা প্রদান করতে পারবো। মূলত এই চিন্তাধারা থেকেই আমাদের যাত্রা শুরু। আজ আমরা কতিপয় দায়িত্ববান সদস্যের ও ১০০+ ক্লায়েন্টের একটি পরিবার।  

আমরা ছোট-বড় উভয় ধরনের ব্যবসার জন্যই আমাদের ডিজিটাল মার্কেটিং এর সেবাগুলি প্রদান করে থাকি। আপনি যদি আপনার ব্যবসাকে কম খরচের মধ্যে দেশের ভিতরে বা বাইরে বড় করতে চান, CMBD আপনার জন্য সে দুয়ার খুলে দিতে পারে।

আলাদা আলাদা বিভাগের জন্য আমাদের রয়েছে স্পেশালিষ্ট ব্যাক্তিবর্গ। এসইও , কন্টেন্ট রাইটিং বা ওয়েব ডেভেলপমেন্ট আপনি যেই সেবাটিই নিতে ইচ্ছুক হয়ে থাকুন না কেন, আপনি আমাদের থেকে সেরাটি পেতে চলেছেন।

 

আমরা যেসব সেবা দিয়ে থাকি

চলুন আপনাকে জানিয়ে দেওয়া যাক আমাদের সেবাসমূহের ব্যাপারে। আমাদের থেকে আপনি পেতে পারেনঃ

  • কন্টেন্ট রাইটিং
  • এসইও (SEO)
  • ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিক্স ডিজাইনিং
  • লোগো ডিজাইনিং
  • ওয়েব ডিজাইনিং
  • ওয়েব ডেভেলপমেন্ট

এই সেবাসমূহ আমরা নিষ্ঠার সাথে প্রদান করে আসছি। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া। ইতিমধ্যেই আমাদের অনেক সুখী কাস্টমার রয়েছে এবং আপনি চাইলে আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন। আপনি যদি উপরের সার্ভিসগুলি খুজে থাকেন, নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

 

আমরা যেসব কাজ করি না

যেমনটা আমি শুরুর দিকে বলেছিলাম, ইসলাম বহির্ভুত কোন কাজ আমরা করি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ইসালামে যে ধরনের কাজ হারাম বলে ঘোষনা দেওয়া হয়েছে, ঐ ধরনের কোন কাজ আমরা গ্রহন করি না।

এছাড়া অন্যান্য সব কাজ আপনি আমাদের থেকে সুলভমূল্যে সেরাটা পেতে পারেন।

 

মানি ব্যাক গ্যারান্টি

আপনার সন্তুষ্টি আমাদের প্রথম চাওয়া। এই চিন্তাধারার থেকেই আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি। যদি কোন কারনবশত আমাদের সার্ভিস আপনার ভালো না লাগে আমরা আপনার টাকা রিটার্ন করে দিব। তাই, আমাদের সার্ভিস কোয়ালিটি নিয়ে আপনার খুব একটা চিন্তা করার কিছু নেই। আপনার অর্থ কখনোই বিফলে যাবে না।

*কিছু শর্ত বিদ্যমান

 

আমাদের নীতি

আমরা নীতিশাস্ত্রে বিশ্বাসী। অনেক সময়ই আমরা এমন প্রস্তাব পেয়ে থাকি যেগুলো আমাদের নীতির বিরুদ্ধে যায়। আমরা এসবের সাথে কখনোই সমঝোতা করি না।

এই ব্যাপারে কিছু বার্তা আপনার সাথে শেয়ার করা যাক।

“Ty asole ay related content er service amra provide korte parbo na in-sha-allah.

apni onno kono technology niche er content hole amader knock diyen.

R sorry vai doya kore kisu mone korben na. Muslim hisebe thakar sovaggo hoyese . ekdin to allah er samne hiseb dite hobe sobkisur. R Haram income er dara allah er kase kono ibadat kobul hoy na.

Antorik vabe dukkhito sob kotha thik howar poreo apnar kaj ta na korte parar jonno”-Our message to one of our clients.”- আমাদের পক্ষ থেকে একজন ক্লায়েন্টকে পাঠানো বার্তার হুবহু কপি 

কিছু স্ক্রিনশট

 

 

 

 

 

তাই, আপনি যদি জুয়া, পর্ন বা এমএলএম এই ধরনের নিষিদ্ধ কিছুর সাথে জড়িত থাকেন দয়া করে আমাদের সাথে এসব কাজের জন্য যোগাযোগ করবেন না। আমরা আপনাকে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি এই ধরনের কোন কাজের সাথে যুক্ত না থাকার জন্য। একদিন আমরা সবাই এসবের জন্য অনুতাপবোধ করবো, হোক সেটা ইহকাল বা পরকাল।

 

আমাদের চিন্তাধারা

আপনিও যদি ইসলামিক পন্থায় কাজ করতে গিয়ে বাধাগ্রস্থ হয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দলের একজন সদস্য হয়ে আপনি হালাল্ ভাবে কাজ চালিয়ে যেতে পারেন।

ইতিমধ্যে আপনি হারামের সাথে যুক্ত হয়ে আছেন, কিন্তু এটি থেকে মুক্তির চেষ্টা করছেন? আপনিও আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আপনাকে সহায়ত্তা করবো।

 

আরও কিছু জানতে চান?

আমাদের সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে, নির্দ্বিধায় যোগাযোগ করুন। কিন্তু কিভাবে যোগাযোগ করবেন? ই-মেইল পাঠাতে পারেন অথবা আমাদের কন্টাক্ট ফর্ম পূরণের মাধ্যমেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Creative Marketers BD সবসময়ই আপনার থেকে শোনার জন্য আগ্রহী। এছাড়া আপনি আমাদের মোবাইল নম্বরেও কল করতে পারেন। আমরা যথাশীঘ্র আপনার জিজ্ঞাসার উত্তর দিব।

 

শেষকথা

আশাকরি আমাদের সম্পর্কে আপনার একটি স্পষ্ট ধারনা হয়ে গেছে। তাহলে আর দেরী কিসের? এখনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার নতুন যাত্রা শুরু করুন। ইনশাল্লাহ, আপনার ব্যবসার জন্য এটি লাভজনক হবে।

    আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার ও আপনার ব্যবসার জন্য রইলো আমাদের অসংখ্য শুভকামনা।

    Open chat
    Welcome!

    How Can We Help You