Category: Case Study

SEO Case Study Will share with you different type of experience and case study.

আপনি কি কোন ওয়েব সাইটের সাথে জড়িত? হয়তো আপনার সাইটকে গুগোলের সার্চ রেজাল্ট এর টপ পজিশনে দেখতে চান। কয়েক মাস আগে, মোঃ সোহেল নূর, Fix Guider এর সিইও এই লক্ষ্যেই আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা তাকে এসইও সার্ভিস দেই।

তার সাইটটি ছিল একদমই নতুন। আপনি জেনে অবাক না হয়ে পারবেন না যে, মাত্র তিন মাসে আমরা ১১৪০% ট্র্যাফিক বাঁড়াতে সফল হয়েছিলাম। ব্যাপারটি অবাক করার মত না? আপনিও কিন্তু নিজেকে এই অবস্থানে দেখতে পারেন।

এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী? এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে Fix Guider এর এসইও কেস স্টাডি সম্পর্কে জানাতে চাই।

একদম শুরু থেকে শেষ রেজাল্ট পর্যন্ত, এই আর্টিকেলের মাধ্যমে আপনি সবটাই জানতে পারবেন।
আপনি চাইলে একই ফর্মূলা আপনার সাইটেও প্রয়োগ করতে পারেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক।

 

এপ্রিল- আমাদের প্রজেক্টের ১ম মাস

 

শুরুতে আমাদের টার্গেট ছিল ৩-৪ মাসের মধ্যে সাইটে ট্র্যাফিক নিয়ে আসা এবং আমরা ১৫০+ টি দেশ টার্গেট করেছিলাম।

আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোঃ সোহেল নূরের সাথে ক্রিয়েটিভ মার্কেটার্স বিডি প্রতিজ্ঞাবদ্ধ ছিল। আমরা তাকে কথা দিয়েছিলাম যে, তিন মাসের মধ্যেই সাইটে ভিজিটর আসা শুরু হবে এবং ৬ মাসের মধ্যে সেটি লক্ষণীয় হারে বৃদ্ধি পাবে।
যখন আমরা প্রজেক্ট টি শুরু করলাম, সাইটের কোন অর্গানিক কিওয়ার্ড বা ট্র্যাফিক কিছুই ছিল না। একদম শূন্য থেকে শুরু করেছিলাম।

এপ্রিলে আমরা সাইটটির জন্য কিওয়ার্ড রিসার্চ, এসইও প্ল্যানিং ও কোয়ালিটি কন্টেন্ট এর উপর কাজ করলাম। এখানে বলি রাখি, Fix Guider আমাদের থেকেই কন্টেন্ট রাইটিং সার্ভিস নিয়েছিল।
চলুন দেখে নেওয়া যাক, মাস শেষে কি রেজাল্ট আসলো?

 

SEO Service Proven Work Report

 

১ম মাসেই, এর ডাটা অনুযায়ী ১০৭ টি কিওয়ার্ড ইম্প্রেশনে এসেছে। এছাড়াও আমরা বলেছিলাম যে ব্যাকলিঙ্ক এখন থেকে বাড়তে থাকবে। এর প্রমান আপনারা পরবর্তী মাসগুলোর রেজাল্ট দেখলে পাবেন।
এবার চলুন দেখে নেওয়া যাক, গুগোল সার্চ কন্সোল কি বলে?

 

Fixguider April Search Console Reports

 

গুগোল সার্চ কন্সোল এর ডাটা অনুযায়ী ১৫১ টি কিওয়ার্ড র‍্যাংকে এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ক্লায়েন্ট সন্তুষ্ট ছিল ১ম মাসের রেজাল্ট পেয়ে। এটা তার প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিল এবং ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ ক্লায়েন্ট দের প্রত্যাশা পূরনে সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ।
যাই হোক, এবার চলুন দেখে নেওয়া যাক যে কতগুলো দেশ থেকে আমরা ইম্প্রেশন পাচ্ছি।

 

SEO Case Study Proven Reports

 

Ahref এর দেওয়া ডাটা অনুযায়ী আমরা আমেরিকা, ইন্ডিয়া ও ইউনাইটেড কিংডম থেকে যথাক্রমে ৪৯, ১৩ ও ৭ টি করে অর্গানিক কিওয়ার্ড পেয়েছি।

 

এছাড়া, গুগোল সার্চ কন্সোল এর ডাটা অনুযায়ী আমরা ৭৯ টি দেশ থেকে ইম্প্রেশন পেয়েছি।

তাই আপনি যদি ইন্টারন্যাশনাল ভাবে সাইট র‍্যাংক করিয়ে গুগোল এডসেন্স থেকে আর্ন করতে চান আমাদের এসইও টেকনিক খুবই হেল্পফুল হতে পারে আপনার জন্য।

এবার চলুন এক নজরে আমাদের প্রথম মাসের অর্জন দেখে নেওয়া যাকঃ

⦁ ১৫১ টি অর্গানিক কিওয়ার্ড
⦁ ৭৯ টি দেশ থেকে ইম্প্রেশন
⦁ ভিজিটর আসা শুরু

পরবর্তী মাসের দিকে আগানো যাক। আমরা কি পেরেছি আমাদের টার্গেট পূরন করতে? চলুন দেখে নেই।
মে- আমাদের প্রজেক্টের ২য় মাস
এই মাসে আমরা মূলত ফোকাস করলাম কন্টেন্ট অপ্টিমাইজেশন এবং কোয়ালিটি ফাউন্ডেশন লিঙ্ক এর উপর। আমাদের এক্সপার্ট টিম কন্টেন্ট কে এসইও ফ্রেন্ডলি করার পাশাপাশি আরও এংগেজিং করে তুললো।
আর ব্যাকলিঙ্ক? আমরা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং এ বেশী ফোকাস করলাম। ধীরে ধীরে ব্যাকলিঙ্ক বাড়তে থাকলো।

 

এখন চলুন মে মাসের Ahref রিপোর্ট দেখা যাক।

 

SEO Case Study Proven Reports

 

দেখুন যেমনটি আমরা বলেছিলাম যে ব্যাকলিঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকবে । ব্যাকলিঙ্কের সংখ্যা ৭ থেকে বেড়ে গিয়ে ৪০ এ দাড়িয়েছে। একই সাথে, বৃদ্ধি পেয়েছে অর্গানিক কিওয়ার্ড এর সংখ্যা। মে মাসে অর্গানিক কিওয়ার্ড দাঁড়িয়েছে ৩০৪ এ। শুধু তাই নয়, কিওয়ার্ড গুলির পজিশনও উপরের দিকে আসছে।
এখন, গুগল সার্চ কন্সোল কি বলে? চলুন চোখ বুলিয়ে নেই।

 

SEO Case Study Proven Reports

 

দেখতেই পাচ্ছেন, ইম্প্রেশন বেড়ে গিয়ে ২.৯ হাজার হয়ে গিয়েছে। অর্গানিক কিওয়ার্ড গুলিও দেখে নেওয়া যাক।

 

SEO Case Study Proven Reports

 

৪৬০ টি অর্গানিক কিওয়ার্ড যুক্ত হয়েছে। সুতরাং, সবকিছুই সুন্দর ভাবে আগাচ্ছে। কিন্তু কিওয়ার্ডগুলি তে ইম্প্রেশন কতগুলো দেশ থেকে আসছে? এটি কি বেড়েছে আগের মাসের তুলনায়। নিজেই দেখে নিন।

 

SEO Case Study Proven Reports

 

মে মাসে ১৩২ টি দেশ থেকে ইম্প্রেশন এসেছে। এডসেন্স প্রজেক্টের জন্য এর থেকে সেরা আর কি হতে পারে? আপনাকে আর একবার মনে করিয়ে দিতে চাই এটি মাত্র আমাদের প্রজেক্টের ২য় মাস।
মে মাসের অর্জনঃ

⦁ ৪৬০ অর্গানিক কিওয়ার্ড
⦁ ১৩২ টি দেশ থেকে ইম্প্রেশন।
⦁ ভিজিটরের সংখ্যা বাড়ছে।

আমাদের কমিটমেন্ট ছিল ভিজটর আসা শুরু করবে ৩ মাসের মধ্যে। ইতিমধ্যে, ২য় মাসেই সেটা পূরন হয়ে গিয়েছে।

পরের মাসে কেমন উন্নতি করলো ফিক্স গাইডার? চলুন জেনে নেই।

 

জুন – আমাদের প্রজেক্টের ৩য় মাস

 

জুনে আমরা প্ল্যান করলাম আরও কন্টেন্ট যোগ করার, ফাউন্ডেশন লিঙ্ক এবং কম্পিটিটর দের ব্যাকলিঙ্ক এনালাইস করার। মূলত আমরা অফ পেজ এসইও তে গুরুত্ব দিলাম।
এর রেজাল্ট কি আসলো?

এর উত্তরে আমি সবার প্রথমেই ব্যাকলিঙ্কের কথা বলতে চাই । ব্যাকলিঙ্ক যেহেতু ইনডেক্স হতে কিছুটা সময় লাগে, এই মাসে আগের করা অনেক ব্যাকলিঙ্ক ইনডেক্স হল। যার জন্য এই মাসে ব্যাকলিঙ্কের সংখ্যা বেশ বেঁড়ে গেল।

 

SEO Case Study Proven Reports

 

এই মাসে ব্যাকলিঙ্ক এর সংখ্যা হয়ে গিয়েছে ১.৬৮ হাজার! রেফারিং ডোমেইন, অর্গানিক কিওয়ার্ড, ট্র্যাফিক ভ্যালু সব কিছুই পজিটিভ ভাবে আগাচ্ছে।

শুধু কি তাই? গুগল সার্চ কন্সোলের রিপোর্ট অনুযায়ী ৮০২ টি অর্গানিক কিওয়ার্ড যুক্ত হয়েছে।

 

SEO Case Study Proven Reports

 

এটাই কোয়ালিটি কিওয়ার্ড রিসার্চ, এসইও প্ল্যানিং এবং কোয়ালিটি কন্টেন্ট এর পাওয়ার। আর আমাদের এসইও এক্সপার্ট টিম সবকিছুই দারুন ভাবে বাস্তবায়ন করেছে।

 

SEO Case Study Proven Reports

 

জুন মাসে ফিক্স গাইডার ১৫৬ টি দেশ থেকে ইম্প্রেশন পেয়েছে। আর এটা মাত্র ৩ মাসের মধ্যে, কি অবাক করার মত না?

গুগল এনালেটিক্স এও উইজার এবং ইভেন্ট কাউন্ট দুটোই পজিটিভ দেখাচ্ছে।

 

SEO Case Study Proven Reports

 

জুন মাসের অর্জনঃ

⦁ ৮০২ অর্গানিক কিওয়ার্ড
⦁ ১৫৬ টি দেশ থেকে ইম্প্রেশন
⦁ ট্রাফিক বৃদ্ধি

এখন পর্যন্ত আমরা আমাদের কথা রেখেছি। যদিও আমরা ৬ মাসের মধ্যে ট্র্যাফিক বাঁড়ার কথা বলেছিলাম সেটা ৩ মাসেই বৃদ্ধি পাচ্ছে।
এখন আমি আপনাদের বলবো জুলাই মাসে কি হল। সারপ্রাইজড হবার জন্য প্রস্তুত থাকুন।

 

জুলাই- আমাদের প্রজেক্টের ৪র্থ মাস

 

আপনারা তো দেখলেন যে আমরা একদম ০ থেকে শুরু করি সাইটটি নিয়ে। শুরুটা প্রথম থেকে হলেও, এখন ফিক্স গাইডার কে নিয়ে কথা বলার মত কিছু হয়েছে। এই সম্ভাবনা কে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে জুলাই তে আমরা কন্টেন্ট, নিশ রিলেটেড লিঙ্ক এবং পাওয়ারফুল ব্যাকলিঙ্কে মনোযোগ দেই।
ফলাফল কি আসলো সেটা ব্যাকলিঙ্ক দিয়েই শুরু করি।

 

SEO Case Study Proven Reports

 

আগের মাসের ব্যাকলিঙ্ক ১.৬ হাজার থেকে বেড়ে গিয়ে হল প্রায় দুই হাজার। বরাবরের মতই বাড়তে থাকলো অর্গানিক কিওয়ার্ড, ট্রাফিক এবং ট্র্যাফিক ভ্যালু। নিচের ছবিটিতে লক্ষ্য করুন।

 

SEO Case Study Proven Reports

 

বেশীর ভাগ ট্র্যাফিক আসছে ইউএসএ থেকে। সেই সাথে কিওয়ার্ড এর পজিশনও ভালো হচ্ছে। Fix Guider কিছু শক্তিশালী সাইটকেও পিছনে ফেলেছে।

আপনাকে একটি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তৈরি তো?

 

SEO Case Study Proven Reports

 

টোটাল ক্লিকের সংখ্যা ১৫৪ থেকে বেঁড়ে গিয়ে এক ধাক্কায় ১০০০+ !!

এটা আসলেই দারুন একটি বিষয় যে কোন সাইটের জন্য। ইম্প্রেশনও পৌছে গিয়ে ২০ হাজারে পৌছেছে। একই সাথে সাইটটির অর্গানিক কিওয়ার্ড ৮০২ থেকে বেড়ে গিয়ে ১০০০ ছুয়েছে।

 

SEO Case Study Proven Reports

 

এখন আমি আপনাদের টার্গেটেড কান্ট্রি দেখাতে যাচ্ছি।

 

SEO Case Study Proven Reports

 

১৮২ টি দেশ থেকে ইম্প্রেশন এসেছে। এর থেকে বেশী আর কি আশা করা যায় ৪ মাসের মধ্যে?
জুলাই মাসের অর্জনঃ

 

⦁ ১০০০ অর্গানিক কিওয়ার্ড
⦁ ৮০০ অর্গানিক ট্র্যাফিক
⦁ টোটাল ক্লিকের উল্লেখযোগ্য বৃদ্ধি
⦁ ১৮২ টি দেশ থেকে ইম্প্রেশন

 

নিঃসন্দেহে ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ তার ক্লায়েন্টকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করছে এবং আশার থেকেও ভালো ফলাফল দিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ পরবর্তী মাসেও সব কিছু পজিটিভ থাকবে।
জানতে চান কি হল আগস্ট মাসে? চলুন দেখে নেই।

 

আগস্ট- আমাদের প্রজেক্টের ৫ম মাস

 

এখন আমরা প্রজেক্ট এর ৫ম মাসে আছি। এরই মধ্যে আমাদের ৬ মাসের যা কমিটমেন্ট ছিল তা পূরন হয়ে গিয়েছে। ৫ মাসের মধ্যেই উল্লেখযোগ্য ভাবে ট্র্যাফিক বৃদ্ধি পেয়েছে।
এই মাসে আমরা মূলত অফ পেইজ এসইও তে কাজ করলাম যেমন নিশ রিলেটেড ব্যাকলিঙ্ক, কম্পিটিটর ব্যাকলিঙ্ক, অন্যান্য পাওয়ারফুল ব্যাকলিঙ্ক।

এই মাসেও আমরা ভালো ফলাফল পেলাম। Ahref এর ডাটা দিয়েই শুরু করা যাক।

 

SEO Case Study Proven Reports

 

রেফারিং ডোমেইন, অর্গানিক কিওয়ার্ড এবং ট্র্যাফিক সবকিছুই দারুন ভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্গানিক ট্র্যাফিক তো গত মাসের তুলনায় ৩ গুন হয়ে গিয়েছে। রেফারিং ডোমেইন ১৪৪ থেকে ১৮৫! অর্গানিক কিওয়ার্ড ৮০০ থেকে জাম্প করে ১৫০০ তে উঠেছে।

এছাড়া ট্র্যাফিক ভ্যালু বেড়ে গিয়ে দাঁড়িয়েছে $২২১ যা গত মাসের তুলনায় ৪ গুন।

 

এবার চলুন গুগল সার্চ কন্সোল এর ডাটা দেখে নেওয়া যাক।

 

SEO Case Study Proven Reports

 

টোটাল ক্লিকের সংখ্যা এই মাসে গত মাসের ৩ গুন বেশী! এটা কি আশার থেকেও বেশী কিছু নয়?

আমরা ১০০০ স্টাবল কিওয়ার্ড পেয়েছি। কতগুলো দেশ থেকে ইম্প্রেশন আসছে?

 

SEO Case Study Proven Reports

 

১৯৭ টি দেশ থেকে আমরা ইম্প্রেশন পাচ্ছি। ইনশাল্লাহ, খুব দ্রুতই ২০০ অতিক্রম করবে।

আগস্ট মাসের অর্জনঃ

⦁ ১.৩ হাজার অর্গানিক ট্র্যাফিক
⦁ ১৫০০ অর্গানিক কিওয়ার্ড
⦁ টোটাল ক্লিকের চমৎকার বৃদ্ধি
⦁ ১৯৭ টি দেশ থেকে ইম্প্রেশন

চলুন পরবর্তী মাসে আমরা সাইটকে কোথায় নিয়ে গিয়েছি সেটা দেখে নেওয়া যাক।

 

সেপ্টেম্বর- আমাদের প্রজেক্টের ৬ষ্ঠ মাস

 

বিগত মাসের ফলাফলের ভিত্তিতে ক্লায়েন্ট এর প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এই মাসেও আমরা বরাবরের মতই সেটা পূরন করতে সফল ছিলাম। এই মাসে আমরা বেশ ভালো ইম্প্রুভমেন্ট আশা করেছিলাম এবং তা পেয়েও যাই।
প্রথমেই Ahref এর রিপোর্ট দেখা যাক।

 

Ahref Report of SEO CASE STUDIES by CMBD

 

অর্গানিক কিওয়ার্ড ১৫০০ থেকে বেড়ে গিয়ে সোজা ৩১০০। একই সাথে বৃদ্ধি পেয়েছে সাইটের অর্গানিক ট্রাফিক এবং তা এই মাসে ২৬০০ তে পৌছেছে। ট্যাফিক ভ্যালু যেটা গত মাসেও ছিল ২২১ ইউএসডি এই মাসে সেটি এখন ৪৭২ ইউএসডি।

এ তো গেল Ahref এর ডাটা । গুগোল সার্চ কন্সোল এর রিপোর্টও দেখা যাক।

 

SEO Case Study By CMBD

 

টোটাল ক্লিকের সংখ্যা যেটি গত মাসেও ছিল ৩.২৯ হাজার, এই মাসে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৮.৩৮ হাজারে চলে গিয়েছে! এছাড়াও টোটাল ইম্প্রেশন ৬০ হাজার থেকে বেড়ে গিয়ে প্রায় ২ লক্ষ্য।

সেপ্টেম্বরে আমাদের অর্জনঃ

⦁ ৩০০০+ অর্গানিক কিওয়ার্ড
⦁ দিগুন এরও বেশী ট্র্যাফিকের বৃদ্ধি
⦁ টোটাল ক্লিকের বৃদ্ধি
⦁ ট্র্যাফিক ভ্যালু বৃদ্ধি

 

তো আমাদের প্রজেক্ট শুরুর ৬ মাস শেষ হল এবং রেজাল্ট তো আপনাদের সামনেই। এই ছিল আমাদের ফিক্স গাইডার এর এসইও কেস স্টাডি যেভাবে আমরা মাত্র ৬ মাসের মধ্যে ০ থেকে ৩০০০+ অর্গানিক কিওয়ার্ড অর্জন করি। আশা করি, আপনার সাইটের প্ল্যানিং এর জন্য এটি উপকারী হবে। এছাড়াও, যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে বা আমাদের সার্ভিস নিতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

 

ক্লায়েন্ট ফিডব্যাক

মোঃ সোহেল নূরঃ কয়েক মাস আগে আমি “ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ” এর সাথে যোগাযোগ করি এসইও সার্ভিস এর জন্য। আমার সাইটটি ছিল নতুন। তারা আমাকে আশ্বস্ত করলো যে, ৩ মাসের মধ্যে সাইটে ভিজিটর আশা শুরু হবে এবং ৬ মাস পর থেকে তা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। এখন আমার সাইটের ৩ হাজার এর বেশী অর্গানিক কিওয়ার্ড এবং ২৬০০ এর মত অর্গানিক ট্র্যাফিক রয়েছে। এছাড়াও আমার সাইট ২০০ টি দেশ থেকে ইম্প্রেশন পাচ্ছে। এটি আমার প্রত্যাশা থেকেও বেশী। আমি ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ এর সার্ভিস নিয়ে খুবই সন্তুষ্ট।

চলতি বছর শুরুতেই জানুয়ারী মাসে ahujabd.com এর এসইও প্রজেক্ট টি ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশের কাছে আসে। সাইটটি তখন ছিল একদমই নতুন অবস্থায়। বলার মত তেমন কিছুই ছিল না তখন। একদম ০ থেকে আমরা প্রজেক্ট টি শুরু করি। তারপর, ধীরে ধীরে আমাদের প্ল্যান অনুযায়ী আগাতে থাকি। আলহামদুলিল্লাহ মাত্র ৩ মাসেই আমরা আমাদের মেইক টার্গেটেড কয়েকটি কিওয়ার্ডে দারাজকে পেছনে ফেলতে সমর্থ এই।

আমাদের ০ থেকে দারাজকে পিছনে ফেলার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার সামনে তুলে ধরবো কিছু ডাটা এবং আমরা যেসব উপায় অবলম্বন করেছি সেসব সম্পর্কে। আশা করি, সবারই কাজে আসবে।

তো, আর দেরী না করে চলুন শুরু করা যাক।

আমাদের কাজ শুরু করার আগে আহুজা বিডি এর কিছু কিওয়ার্ডের অবস্থান দেখে নেওয়া যাক।

SEO Case Study By CMBD

 

SEO Case Study of Ahuja BD by CMBD

 

 

SEO Proven Case Study By CMBD

 

 

 

১ম মাস- জানুয়ারী

 

প্রথম মাসটা আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। একে তো সাইট ছিল একদমই নতুন। তার উপর, টার্গেট কিওয়ার্ডগুলিতে ছিল দারাজের মত জায়ান্ট ই-কমার্স কোম্পানি।

প্রথম মাসে মূলত আমরা অন পেজ এসইও তে ফোকাস করি। সাইটের অন-পেজের সব কিছু যেন একদম ঠিকভাবে থাকে এটিই ছিল আমাদের প্রধান টার্গেট। টার্গেট অনুযায়ী আমরা কাজ করে যেতে থাকি।
তো চলুন জানুয়ারী মাসের রিপোর্ট টা তে একবার চোখ বুলানো যাক যে কেমন ছিল শুরুটা।

 

Seo Case Study Report By CMBD

 

তো, প্রথম মাসে আমাদের টোটাল ক্লিকের সংখ্যা ছিল ৮। আরও একটু বলে রাখা ভালো আমরা কাজ শুরু করেছিলাম ২ সপ্তাহ পর থেকে। তো যে প্রগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের ১৭ দিন কাজ করার ফল! শুরু করেছিলাম কিন্তু আমরা ০ ক্লিক দিয়ে।

দেখা যাক পরের মাসে কি অবস্থা হল।

 

২য় মাসঃ ফেব্রুয়ারী

 

২য় মাসে আমরা অন-পেজ এসইও এর পাশাপাশি অফ-পেজ এসইও তে ফোকাস করি। একগাদা লিঙ্ক বিল্ডিং না করে আমরা বেছে বেছে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং করি। মেইন কিওয়ার্ড গুলির যেগুলোতে কম্পিটিশন বেশী সেসবে একটু বাড়তি নজরদারী করি।

আর রেজল্ট? সেটি আপনাকে চমকে দিতে বাধ্য। কি বিশ্বাস হচ্ছে না? নিজের চোখেই দেখে নিন।

 

Seo Case Study Report By CMBD 2

 

ফেব্রুয়ারী মাসে সাইটের ইম্প্রেশন ৬৫ থেকে ১০০০ ছাড়িয়ে!

শুধু তাই না, সেই সাথে ক্লিকও বেড়েছে গত মাসের থেকে ৫ গুনেরও বেশী। গত মাসে ক্লিকের সংখ্যা ছিল ৮ যা এই মাসে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪২ এ। এরপর আমরা চিন্তা করলাম, কিওয়ার্ডের পজিশন আরও উপরে আনতে হবে।

তো চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসের অবস্থা।

 

৩য় মাসঃ মার্চ

 

এই মাসে আমাদের এসইও স্পেশালিষ্ট টিম তাদের কিছু অভিনব কার্যকরী পন্থা অবলম্বন করে। আমরা কিছু পাওয়ারফুল লিঙ্ক বিল্ডিং করি।

মনে হচ্ছে, আপনারা কিওয়ার্ডের পজিশনগুলো দেখতে খুবই আগ্রহী। বিশেষ করে, দারাজকে আমরা যেসব কিওয়ার্ডে পিছনে ফেলেছি সেগুলো। অবশ্যই আপনাদের সামনে সে সবই তুলে ধরবো। কিন্তু তার আগে চলুন মার্চের রিপোর্ট দেখে নেওয়া যাক।

 

 

ইম্প্রেশনে এবারও দারুন উন্নতি। ১.০৬ কে ইম্প্রেশন থেকে এই মাসে আমরা লাফ দিয়ে এক ধাক্কায় ১.৩৮ কে। ক্লিকের সংখ্যায় যদিও তেমন কোন পরিবর্তন দেখা যাচ্ছে না কিন্তু কিওয়ার্ডের এভারেজ পজিশন কিন্তু ২৯ থেকে চলে এসেছে ১৬.২ তে!

তো, এবার সাইটের কিওয়ার্ডগুলির বর্তমান পজিশন দেখে নেওয়া যাক। যেসব কিওয়ার্ডে আমরা দারাজ থেকে এগিয়েঃ

  • Ahuja in Bangladesh
  • Ahuja in bd
  • Ahuja Pa System Price in bd
  • Ahuja Pa system speaker Price in bangladesh
  • Ahuja Showroom in Bangladesh
  • Ahuja Conference System Price in Bangladesh

 

 

 

 

 

 

ফিচার্ড স্নিপ্পেটস এ-

  • Sound system for mosque in Bangladesh
  • Sound System for mosque price in Bangladesh

 

 

 

এছাড়াও টপ পজিশনে-

  • Ahuja Conference system price in bd
  • Ahuja in Bangladesh
  • Ahuja in Bd
  • Ahuja PA System Price in Bd
  • Ahuja PA system Speaker Price in Bd
  • Ahuja Showroom in Bangladesh

“Ahuja Showroom in Bangladesh” দারাজ এখানে টপ ৫ এর মধ্যেও নেই।

 

 

তো এই ছিল আমাদের কোয়ালিটি এসইও সার্ভিস এর মাধ্যমে মাত্র তিন মাসে দারাজকে পেছনে ফেলার গল্পটি।

এসইও এর ব্যাপারে বিভিন্ন খুঁটিনাটি বিষয় যেমন ধরুন এসইও করলে আসলে কি হয়, এসইও এর কমন কিছু ভুল যেগুলো সবাই করে থাকে ইত্যাদি গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে জানতে ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশের সাথেই থাকুন।

আপনিও যদি আপনার সাইটকে গুগোলের টপ পজিশনে নিয়ে আসতে চান আমাদের এসইও সার্ভিস ট্রাই করে দেখতে পারেন। যদি, আশানুরূপ ফল না আসে তাহলে মানি ব্যাক গ্যারান্টিতো রয়েছেই। আপনার টাকা বিফলে যাবে না ইনশাল্লাহ। বিস্তারিত জানতে আমাদের এসইও সার্ভিস পেজটি ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ সকলকে। সবার ব্যবসায়ের জন্যই রইলো শুভকামনা।

Testimonial

Client SEO Review Nashrullah
আমার টার্গেটেড কিওয়ার্ডগুলো র‍্যাঙ্কে আসার পরে, হাবিব ভাই রিসার্চ করে জানান আমার ব্যবসাতে আমি আরো কোন কোন নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভবিষ্যতে অনেক বেশি ট্রাফিক পাব এবং সেই ট্রাফিক থেকে আমার ভালো সেল আসবে, আমার কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড এ অ্যাড রান করছে, তারা কোন কোন কিওয়ার্ড থেকে বেশি ট্রাফিক পাচ্ছে এই জিনিসগুলো।   আমাকে একটা সুন্দর প্ল্যান দেন যেটা নিয়ে আমার এখন ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।   সর্বোপরি, আমি খুবই খুশি এবং সন্তুষ্ট ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ এর সার্ভিস নিয়ে।
Nasrullah NashSEO Testimonial ReviewBD
client Imran Fahim vai SEO review
উনাদের মতো প্রফেশনাল এবং ভালো কোয়ালিটির সার্ভিস প্রোভাইডার আমি খুব কমই দেখেছি। বাংলাদেশে সাধারনত এমনটা পাওয়াই যায় না।
Imran FahimSEO Testimonial ReviewBD
Client SEO Review rakib vai
সত্যি কথা বলতে , যতদিন বাচব ইন-শা-আল্লাহ উনারা যদি সার্ভিস অ্যাভাইলাভেল রাখেন তাহলে উনাদের সার্ভিস নিয়ে যাব ইনশাআল্লাহ্‌ এবং আমার পরিচিত যারা আছে তাদের হাইলি রিকমেন্ড করবো।
Rakib AhmedKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD
client Content review
তারা আমাকে কন্টেন্ট গুলো নির্ধারিত সময়ের মধ্যেই কোয়ালিটি বজায় রেখে ডেলিভার করেছে। যেটাতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। কেননা বাংলাদেশের অধিকাংশ এজেন্সি কে দিয়ে কন্টেন্ট লেখাতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তাদের ডেডলাইন ঠিক থাকেনা   আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট। দোয়া করি তারা অনেক দূর এগিয়ে যাক।
Sezan MahmudContent Writing Service Testimonial ReviewBD
Client SEO Review Badhon vai
আমরা এখন ওনার কোম্পানির থেকে কয়েকটি প্রোজেক্টের এস,ই,ও সার্ভিস নিচ্ছি । ভবিষ্যতে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে, অনেকগুলো প্রজেক্ট রান করানোর। বরাবরের মত ওনাদের থেকেই সার্ভিস নিব এবং ভালো সার্ভিস পাবো বলে আশাবাদি। ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ কে অনেক ধন্যবাদ, আমাদের কষ্ট করে কোয়ালিটি লোক খুজে হায়ার করতে হয় না। এখানেই আমরা সব ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস পেয়ে যাই।
BadhonSEO Testimonial ReviewBD,UAE,US,Estonia
Client SEO Review Sohel Nur
আলহামদুলিল্লাহ আমি ক্রিয়েটিভ মার্কেটার্স বিডি এর সার্ভিস নিয়ে সন্তুষ্ট। নিয়ত করেছি এই অ্যাডসেন্স সাইটের জন্য উনাদের থেকে সার্ভিস নিয়ে সাইট টা আরও আরও অনেক বড় করব ইনশাআল্লাহ্‌ ।   মাঝে মাঝে হাবিব ভাইকে মজা করে বলি, ভাই আমারে কি-ওয়ার্ড রিসার্চটা সেখান, আর এস,ই,ও টাও সেখান।
Sohel NurKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD

About Our Servoce

We are dedicated to satisfied our client. Like in SEO, We have money back Guarantee SEO service, In Graphics Desing we have unlimited reviews for you until you like that design. In Content Writing service We send content to our client after checking  copyscape premium, grammerly premium, and rewrite content if client is not satisfied with that.

Hello,
Assalamu Alaikum, Welcome!

How Can We Help You