চলতি বছর শুরুতেই জানুয়ারী মাসে ahujabd.com এর এসইও প্রজেক্ট টি ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশের কাছে আসে। সাইটটি তখন ছিল একদমই নতুন অবস্থায়। বলার মত তেমন কিছুই ছিল না তখন। একদম ০ থেকে আমরা প্রজেক্ট টি শুরু করি। তারপর, ধীরে ধীরে আমাদের প্ল্যান অনুযায়ী আগাতে থাকি। আলহামদুলিল্লাহ মাত্র ৩ মাসেই আমরা আমাদের মেইক টার্গেটেড কয়েকটি কিওয়ার্ডে দারাজকে পেছনে ফেলতে সমর্থ এই।
আমাদের ০ থেকে দারাজকে পিছনে ফেলার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার সামনে তুলে ধরবো কিছু ডাটা এবং আমরা যেসব উপায় অবলম্বন করেছি সেসব সম্পর্কে। আশা করি, সবারই কাজে আসবে।
তো, আর দেরী না করে চলুন শুরু করা যাক।
আমাদের কাজ শুরু করার আগে আহুজা বিডি এর কিছু কিওয়ার্ডের অবস্থান দেখে নেওয়া যাক।
১ম মাস- জানুয়ারী
প্রথম মাসটা আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। একে তো সাইট ছিল একদমই নতুন। তার উপর, টার্গেট কিওয়ার্ডগুলিতে ছিল দারাজের মত জায়ান্ট ই-কমার্স কোম্পানি।
প্রথম মাসে মূলত আমরা অন পেজ এসইও তে ফোকাস করি। সাইটের অন-পেজের সব কিছু যেন একদম ঠিকভাবে থাকে এটিই ছিল আমাদের প্রধান টার্গেট। টার্গেট অনুযায়ী আমরা কাজ করে যেতে থাকি।
তো চলুন জানুয়ারী মাসের রিপোর্ট টা তে একবার চোখ বুলানো যাক যে কেমন ছিল শুরুটা।
তো, প্রথম মাসে আমাদের টোটাল ক্লিকের সংখ্যা ছিল ৮। আরও একটু বলে রাখা ভালো আমরা কাজ শুরু করেছিলাম ২ সপ্তাহ পর থেকে। তো যে প্রগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের ১৭ দিন কাজ করার ফল! শুরু করেছিলাম কিন্তু আমরা ০ ক্লিক দিয়ে।
দেখা যাক পরের মাসে কি অবস্থা হল।
২য় মাসঃ ফেব্রুয়ারী
২য় মাসে আমরা অন-পেজ এসইও এর পাশাপাশি অফ-পেজ এসইও তে ফোকাস করি। একগাদা লিঙ্ক বিল্ডিং না করে আমরা বেছে বেছে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং করি। মেইন কিওয়ার্ড গুলির যেগুলোতে কম্পিটিশন বেশী সেসবে একটু বাড়তি নজরদারী করি।
আর রেজল্ট? সেটি আপনাকে চমকে দিতে বাধ্য। কি বিশ্বাস হচ্ছে না? নিজের চোখেই দেখে নিন।
ফেব্রুয়ারী মাসে সাইটের ইম্প্রেশন ৬৫ থেকে ১০০০ ছাড়িয়ে!
শুধু তাই না, সেই সাথে ক্লিকও বেড়েছে গত মাসের থেকে ৫ গুনেরও বেশী। গত মাসে ক্লিকের সংখ্যা ছিল ৮ যা এই মাসে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪২ এ। এরপর আমরা চিন্তা করলাম, কিওয়ার্ডের পজিশন আরও উপরে আনতে হবে।
তো চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসের অবস্থা।
৩য় মাসঃ মার্চ
এই মাসে আমাদের এসইও স্পেশালিষ্ট টিম তাদের কিছু অভিনব কার্যকরী পন্থা অবলম্বন করে। আমরা কিছু পাওয়ারফুল লিঙ্ক বিল্ডিং করি।
মনে হচ্ছে, আপনারা কিওয়ার্ডের পজিশনগুলো দেখতে খুবই আগ্রহী। বিশেষ করে, দারাজকে আমরা যেসব কিওয়ার্ডে পিছনে ফেলেছি সেগুলো। অবশ্যই আপনাদের সামনে সে সবই তুলে ধরবো। কিন্তু তার আগে চলুন মার্চের রিপোর্ট দেখে নেওয়া যাক।
ইম্প্রেশনে এবারও দারুন উন্নতি। ১.০৬ কে ইম্প্রেশন থেকে এই মাসে আমরা লাফ দিয়ে এক ধাক্কায় ১.৩৮ কে। ক্লিকের সংখ্যায় যদিও তেমন কোন পরিবর্তন দেখা যাচ্ছে না কিন্তু কিওয়ার্ডের এভারেজ পজিশন কিন্তু ২৯ থেকে চলে এসেছে ১৬.২ তে!
তো, এবার সাইটের কিওয়ার্ডগুলির বর্তমান পজিশন দেখে নেওয়া যাক। যেসব কিওয়ার্ডে আমরা দারাজ থেকে এগিয়েঃ
- Ahuja in Bangladesh
- Ahuja in bd
- Ahuja Pa System Price in bd
- Ahuja Pa system speaker Price in bangladesh
- Ahuja Showroom in Bangladesh
- Ahuja Conference System Price in Bangladesh
ফিচার্ড স্নিপ্পেটস এ-
- Sound system for mosque in Bangladesh
- Sound System for mosque price in Bangladesh
এছাড়াও টপ পজিশনে-
- Ahuja Conference system price in bd
- Ahuja in Bangladesh
- Ahuja in Bd
- Ahuja PA System Price in Bd
- Ahuja PA system Speaker Price in Bd
- Ahuja Showroom in Bangladesh
“Ahuja Showroom in Bangladesh” দারাজ এখানে টপ ৫ এর মধ্যেও নেই।
তো এই ছিল আমাদের কোয়ালিটি এসইও সার্ভিস এর মাধ্যমে মাত্র তিন মাসে দারাজকে পেছনে ফেলার গল্পটি।
এসইও এর ব্যাপারে বিভিন্ন খুঁটিনাটি বিষয় যেমন ধরুন এসইও করলে আসলে কি হয়, এসইও এর কমন কিছু ভুল যেগুলো সবাই করে থাকে ইত্যাদি গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে জানতে ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশের সাথেই থাকুন।
আপনিও যদি আপনার সাইটকে গুগোলের টপ পজিশনে নিয়ে আসতে চান আমাদের এসইও সার্ভিস ট্রাই করে দেখতে পারেন। যদি, আশানুরূপ ফল না আসে তাহলে মানি ব্যাক গ্যারান্টিতো রয়েছেই। আপনার টাকা বিফলে যাবে না ইনশাল্লাহ। বিস্তারিত জানতে আমাদের এসইও সার্ভিস পেজটি ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ সকলকে। সবার ব্যবসায়ের জন্যই রইলো শুভকামনা।