রাইটারের ধোকা খেয়ে বোকা হবেন, নাকি খোকা হয়ে ধোকা সামলাবেন? ( 5টি চমৎকার উপায় )
ব্লগিং হোক বা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, যে কোন ক্ষেত্রেই কন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয়। ভালো মানের কন্টেন্ট যেমন যেকোন ওয়েবসাইট কে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে। ঠিক তেমনি অন্যদিকে, কন্টেন্ট এর মান ভালো নাহলে পড়তে পারেন বিভিন্ন ধরনের অসুবিধায়। আচ্ছা, এই ভালো মানের কন্টেন্ট বলতে আসলে কি বোঝায়? আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে, আপনিও হয়তো কারো থেকে কন্টেন্ট রাইটিং সার্ভিস নিয়ে থাকেন। তো কিভাবে বুঝবেন আপনার রাইটার আপনাকে ভালো মানের কন্টেন্ট দিচ্ছে কিনা? আপনার মনেও যদি একই প্রশ্ন এসে থাকে, পড়ে ফেলুন এই আর্টিকেল টি। আশা করি, তারপর থেকে কিছুটা হলেও বুঝতে পারবেন আপনার রাইটার আপনাকে কোয়ালিটি কন্টেন্ট এর ...
এসইও করলে আসলে কি কিছু হয়?
এসইও এর ব্যাপারে তো আমরা সবাই শুনেছি হয়তো। ইদাদিং একটু বেশীই শোনা যায়। বিশেষ করে যারা ওয়েবসাইটের সাথে যুক্ত আছেন তারা তো এটা নিশ্চয়ই শুনেছেন যে, “এসইও টা ঠিক ভাবে করতে হবে”। কিন্তু কি হয় এই এসইও করলে? কেন করা উচিৎ এসইও? এই ২০২০ এ এসে এসইও করাটা কতখানি জরুরী? এসব প্রশ্নের উত্তরগুলো আমাদের অনেকেরই অজানা। আপনিও কি তাদের মধ্যেই একজন? চিন্তার কোন কারন নেই। আজকে আমরা এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করবো। কিছুক্ষনের মধ্যেই আপনি জানতে পারবেন যে, এসইও করলে আসলে কি হয় ? তখন আপনি এটাও নিজে নিজেই বুঝে যাবেন এসইও সার্ভিস কি আপনার নেওয়া উচিৎ কিনা বা ...
এসইও এর খুবই গুরুত্বপূর্ণ ৭ টি মিসটেক(যেগুলো অধিকাংশই করে থাকে আর মাশুল গুনে থাকে)
নিঃসন্দেহে এসইও যে কোন ওয়েবসাইটের জন্যই খুবই গুরুত্বপূর্ন।ভালোভাবে এসইও করলে আপনি এর রিটার্নও খুব ভালো পাবেন। অন্যদিকে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো অনুসরণ করলে লাভ তো কিছু হবেই না, বরং আরও নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হবে। অনেকেই না জেনে এসইও এর এসব ভুলগুলো করে থাকে এবং যার জন্য ওয়েবসাইট ক্ষতিগ্রস্থ হয়। আচ্ছা আপনিও এই ধরনের ভূল করছেন না তো? আপনাকে সাবধান করার জন্যই এই পোস্ট টি। আমি আপনাদের জন্য এমন ৭ টি কমন মিসটেক খুজে বের করেছি যেগুলো অনেকেই করে থাকে। পড়ে ফেলুন এই আর্টিকেলটি এবং মিলিয়ে দেখুন আপনিও একই ভুল করছেন না তো? তাহলে আর দেরী কিসের? চলুন প্রথম ...
লোকাল বিজনেসের জন্য লোকাল এসইও এর গুরুত্ব আসলে কত টুকু?
আচ্ছা আপনার কাছ থেকে সরাসরি প্রডাক্ট কেনার সম্ভাবনা কাদের সব থেকে বেশী? নিঃসন্দেহে যারা আপনার বিজনেস লোকেশনের আশেপাশে আছে তারাই। আচ্ছা একবার ভেবে দেখুন তো টার্গেট করে যদি তাদের সামনে আপনার বিজনেস কে তুলে ধরা যায়, তাহলে কেমন হবে ব্যাপারটা? এটাই হচ্ছে লোকাল এসইও এর পাওয়ার।শুনতে তো ভালোই শোনাচ্ছে, চলুন বিস্তারিত জানা যাক যে লোকাল বিজনেসের জন্য লোকাল এসইও এর গুরুত্ব আসলে কতটুকু? এটা আসলে ভালো প্রফিট করতে সহায়তা করে নাকি খুব একটা লাভজনক নয়? কিছুক্ষনের মধ্যেই পেয়ে যাবেন আপনার সব প্রশ্নের উত্তর। তো আর কোন ধরনের কোন দেরী না করে চলুন শুরু করা যাক। লোকাস এসইও টা আসলে কি? ...
লোকাল সাইট কেস স্টাডিঃ মাত্র ৩ মাসে দারাজকে পেছনে ফেলার গল্প
চলতি বছর শুরুতেই জানুয়ারী মাসে ahujabd.com এর এসইও প্রজেক্ট টি ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশের কাছে আসে। সাইটটি তখন ছিল একদমই নতুন অবস্থায়। বলার মত তেমন কিছুই ছিল না তখন। একদম ০ থেকে আমরা প্রজেক্ট টি শুরু করি। তারপর, ধীরে ধীরে আমাদের প্ল্যান অনুযায়ী আগাতে থাকি। আলহামদুলিল্লাহ মাত্র ৩ মাসেই আমরা আমাদের মেইক টার্গেটেড কয়েকটি কিওয়ার্ডে দারাজকে পেছনে ফেলতে সমর্থ এই। আমাদের ০ থেকে দারাজকে পিছনে ফেলার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার সামনে তুলে ধরবো কিছু ডাটা এবং আমরা যেসব উপায় অবলম্বন করেছি সেসব সম্পর্কে। আশা করি, সবারই কাজে আসবে। তো, আর দেরী না করে চলুন শুরু করা যাক। আমাদের ...