Rakib Ahmed
আমি রাকিব আহমেদ । ২০২০সালের শুরুর দিকে একটা জিনিস জানার জন্য একটা গ্রুপে যেন পোষ্ট করেছিলাম, এরপর একজন আমাকে ক্রিয়েটিভ মার্কেটার্স এর ফাউন্ডার হাবিব ভাই এর আইডি লিংক দিল,বলল এই লোক আপনাকে সাহায্য করতে পারেন ইনশা-আল্লাহ।
এরপর আমি তাকে নক দেই এবং আমার সমস্যার কথা জানাই। আমি একটা এক্সপায়ার ডোমেইন কিনেছিলাম অনেক দামে, এটা নিয়ে আসলে সাইট শুরু করা যায় কিনা।
তারপর, উনি এটা চেক করলেন এবং জানালেন যে ভাই আসলে এটা নিয়ে যদি সাইট শুরু করেন আসলে তেমন ভালো হবে না এর ডোমেইন হিস্টরি ভালো ছিল না। আবার ডোমেইন নেম টা এমন ছিল যেটা আসলে কোন নিশ এর সাথে আসলে ওভাবে যায় না।ওটা নিয়ে আমি আসলে একটা স্পোর্টস শুরু করতে চাইছিলাম। স্পোর্টস সাইটে আসলে আমাদের উদ্দেশ্য ছিল লাইভ খেলা দেখিয়ে যে ইনকাম করা যায় সেভাবে ইনকাম করা । হাবিব ভাই যেহেতু ইসলামিক মাইন্ডের ছিলেন উনি আমাকে পরামর্শ দিলেন এরকম সাইট করলে আমার ইনকাম বা আয় হালাল হবে না।
তো আমি বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবলাম তারপরে দেখলাম ঠিকই তো বলছেন, বাচব কয়দিন। এইজন্য তখন আমি আর এই সাইটের জন্য আগাই নি তবে আমার পার্টনার যারা ছিল তারা এই ধরনের নিশ নিয়ে এগিয়েছিল ।
যাইহোক, তখন আমি ভাবতে থাকি কিভাবে আসলে একটা সাইট করা যায়, যেটা থেকে আমার হালাল ভাবে সাইড ইনকামের একটা ব্যবস্থা হবে। তখন আমি হাবিব ভাইকে জিজ্ঞাসা করি ,যে ভাই আমি আসলে কোন নিশে সাইট তৈরি করতে পারি? তো হাবিব ভাই আমাকে জিজ্ঞাসা করলেন ভাই আপনার আসলে কোন নিশ টা পছন্দ বা আগ্রহ বেশি। তখন আমি ওনাকে বললাম যে ভাই আসলে আমার ট্রাভেলিং খুব ভালো লাগে, তো ট্রাভেল নিস একটা সাইট শুরু করতে পারি কিনা?
তখন হাবিব ভাই আমাকে বলল আচ্ছা আমি আপনাকে ট্রাভেল নিশটা এনালাইসিস করে জানাচ্ছি।
এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ফ্রিতে সুন্দরভাবে সাজেশন দিলেন এবং এর ভিতরে একবারও বলেন নাই যে আপনি আমাদের থেকে সার্ভিস নিন বা আমরা আপনাকে সার্ভিস দিলে ভাল সার্ভিস পাবেন। মানে কোন প্রমোশোনাল টাইপের কোন কথা বার্তা বলেন নাই।
উনি কয়েকদিন এনালাইসিস করলেন, এর পর উনি আমাকে জানালেন ভাই ট্রাভেল নিস অনেক কম্পিটিটিভ। এই নিসে অনেক ট্রাভেল এজেন্সি, ট্রাভেল ব্লগ অলরেডি আছে। সাইক শুরু করলে র্যংক করা যে অসম্ভব তা নয়, কিন্তু এতে যে বাজেট দরকার সেটা অনেক। আর শুরুতে আমার জন্য এধরনের নিষেধ সাইট না করাটাই উত্তম।
তখন বললাম আমার তো ভাইয়া ট্রাভেল নিশ ই পছন্দ ছিল অনেক। উনি তখন আমাকে জিজ্ঞাসা করলেন এরপর আমার কোন জিনিসটা বেশি পছন্দের?
আমি তখন উনাকে বললাম ভাই ফিসিং কেমন হয় ? মাছ ধরতে ও আমার ভালো লাগতো এটা তো মজা পেতাম.
তখন উনি বললেন যে ভাই তাহলে আমাকে এনালাইসিস করে দেখতে হবে নিশ নিয়ে। এরপর উনি ফিশিং নিশ এনালাইসিস করলেন, এনালাইসিস করে বললেন যে হ্যাঁ ফিশিং নিসে অপরচুনিটি আছে আমরা ইনশাআল্লাহ ফিশিং নিশ নিয়ে একটা সাইট শুরু করতে পারি।
জিজ্ঞাসা করলাম কিভাবে আগাতে পারি। আমাকে বললেন যে কি-ওয়ার্ড রিসার্চ করতে হবে এর পরে কন্টেন্ট দিতে হবে তারপরে হচ্ছে এস,ই,ও করতে হবে ইনশা-আল্লাহ।
তো তখন আমি আসলে খুব বেশি জানতাম না। তো আমি জিজ্ঞাসা করি সাইটটা কি অ্যাফিলিয়েট সাইট হবে নাকি এডসেন্স টাইপের সাইট হবে কোনটা করলে ভাল হয়?
উনি আমাকে বললেন যে ভাই ইনফরমেটিভ ওয়েবসাইট হলে শুরুতে বেশি ভালো হবে এরপরে এটাকে আমরা চাইলে অ্যাফিলিয়েটে ট্রান্সফার করতে পারব।
এরপর আমি মাত্র 20টা কিওয়ার্ড উনার এজেন্সি থেকে রিসার্চ করাই। কারন শুরুতে আমি নিশ্চিত ছিলাম না যে আসলে সফলতা পাওয়া পসিবল কিনা? তবে ভরসা পাচ্ছিলাম উনার জন্য।
তো এরপর সুন্দর একটা ডোমেইন নেম চয়েজ করি।
কিছু কন্টেন্ট লেখানোর পরে সাইট এর লোগো এবং ওয়েব ডিজাইন করাই। আর সাইটের লোগো এবং ডিজাইন টা খুবই সুন্দর হয়েছিল।
আর হ্যা এইসব কিছুই ওনার কাছেই ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি একবারও বলেন নাই , আমার কাছ থেকে সার্ভিস নেন- কিওয়ার্ড রিসার্চ ব্যাতিত। কিওয়ার্ড তো আর সবাই একভাবে রিসার্চ করতে পারেন না।
এরপর যখন যা লাগত উনি বলতেন ভাই এটা দরকার, আপনি খুজে নিয়ে বা পরিচিত থাকলে তাকে দিয়ে করান। কখনো প্রমোশনাল কথা বলতো না ।
যেমন ডেভেলোপার এর জন্য প্রায় ১মাস অপেক্ষা করেছি। খুজেছি কিন্ত তেমন পায় নি, আবার রেট অনেক হাই। যখন আমি খুজে পাচ্ছিলাম না, তখন উনি সাহায্যের জন্য এগিয়ে আসলেন। আমাকে হেল্প করার উদ্দেশ্যে খুব কম টাকাতেই আমার সাইটের ডিজাইন করে দিলেন।
এরপর উনার খুব অসাধারন একজন রাইটার ভাই ছিলেন তার থেকে কন্টেন্ট নিলাম। যদিও ওনার সব রাইটার ই কোয়ালিটিফুল। কিন্ত তার লেখা আমার খুব ভালো লেগেছিল। আমি অন্য জায়গাতেও রাইটার খুজেছি। উনি আমাকে গ্রুপে গ্রুপে পোষ্ট দিতে বলেছিলেন রাইটার এর জন্য। রাইটার পাইনি তা নয়, কিন্ত কোয়ালিট রাইটার খুব কমই পেয়েছিলাম। যখন আমি উনার দারস্থ হয়েছি, তখনই উনি শুধু আমাকে ওনার রাইটার এর কন্টেন্ট এর ব্যাপারে বলেছেন।
আসলে উনি সবসময় ই বলতেন, ভাল কাউকে খুজে নিতে, যেনে নিতে, আমাকে সার্ভিস দিয়ে উনি অসস্তিবোধ করছেন যে আমাকে উনি কি দিচ্ছেন আমি বুঝতেছি না দেখে। উনি চাইতেন আমি যেন যাচাই বাছাই করে বুঝে নিই। যেটা আমার পার্সোনালি খুবই ভাল লেগেছে।
আর হ্যা, আরেকটা জিনিস বলতে ভুলেই গেছিলাম, এর আগে আমি অনলাইনে একজনের কাছে সাইট বানাতে টাকা দেই, সে আমাকে হাবি-জাবি বুঝিয়ে টাকা নেয় কিন্তু আমাকে সাইট ই দেয় নি।
আমি বুঝতাম না দেখে আমার টাকাগুলো এভাবে মেরে দেয়।
কন্টেন্ট ও কিওয়ার্ড রিসার্চ এর পাশাপাশি, গ্রাফিক্স ডিজাইনার কে দিয়ে উনি লোগো বানিয়ে নেই, উনার ডেভেলপার দিয়ে সাইটের ডিজাইন করাই, মানে উনি হচ্ছেন অল-ইন-ওয়ান সলুশন আল-হামদুলিল্লাহ।
সাইট টা নিয়ে খুব আশাবাদি ছিলাম, শুরুতে ২০টা কন্টেন্ট দেই, যেহেতু আগে ধরা খাইছি তাই দেখতে চেয়েছিলাম ২০টা আর্টিকেল কেমন পারফর্ম করে, যদি ভাল পারফর্ম করে তাহলে আরও কন্টেন্ট যোগ করব ইনশাআল্লাহ্।
কিন্ত দুঃখের বিষয় হল, সাইট টা রান করার কিছুদিন পরেই আমার ফিন্যান্সিয়াল অবস্থার অবনতি হয়, তখন আমি এস,ই,ও এর কাজ স্টপ করতে বলি।
তখন হাবিব ভাই আমার কাছে প্রায় ১০হাজার টাকার মত পেতেন, আমি উনার কাছে সময় চাই, উনি আমাকে সময় তো দিলেন ই, উলটো আরোও ভরসা দিলেন চিন্তা না করতে।
এরপর দীর্ঘদিন আমি আর এগুতে পারিনি। এর মাঝে উনার টাকা টা দিয়ে দেই।
আর মাঝে মাঝে উনার সাথে কথা হত। উনি আমাকে আশা দিতেন হতাশ না হতে এবং আমারও ব্যাবসা ভালো হবে ইনশাআল্লাহ্ সেটাও বলতেন। আর উনার বিভিন্ন সাইটের সফলতা নিয়ে কথা হত। তো তখন তিনি বললেন তাদের টেক নিশের সাইটগুলো ভালো পারফর্ম ও ইনকাম জেনারেট করছে।
এর মধ্যে ২০২০ সালের ডিসেম্বর মাসে আমার হাতে ইনভেষ্টমেন্ট আসলে আমি উনাকে জানাই ভাই আমি ইনভেষ্ট করতে চাই।
উনি আমাকে জিজ্ঞেস করলেন কোন সাইটে করতে আগ্রহী। এর মধ্যে আমার ফিশিং সাইটের অনেকগুলো কি-ওয়ার্ড প্রথম পেজে চলে এসেছে ওনার ২মাসের সামান্য এস,ই,ও তে আলাহামদুলিল্লাহ।
তারপরেও দেখলাম টেক নিশের সাইটগুলো অলরেডী সাক্সেস্ফুল , আর ভাই ও পরামর্শ দিলেন টেক নিশে করতে।
তারপর আলহামদুলিল্লাহ ১০০টা কিওয়ার্ড ও কন্টেন্ট এর টার্গেট নিয়ে টেক নিশে সাইট শুরু করলাম আলহামদুলিল্লাহ।
এবং সত্য কথা বলতে প্রত্যাশার চাইতেও অনেক বেশি কিছু পেয়েছি।
আমার সাইটের ২মাসের মধ্যে মাসে ৫-৬ হাজার ট্রাফিক আসতে শুরু করে এবং আমি তখন খালিদ ফারহান ভাই এর গ্রুপে পোষ্ট করি যে এটা কেমন ইম্প্রুভমেন্ট?সবাই শুধু শুভেচ্ছা জানাতে থাকে আর অবাক হতে থাকে,এত দ্রুত এর উন্নতি!
আর ৬মাসের মধ্যে মাসিক ২৫০০০-৩০,০০০ট্রাফিক আসতে শুরু করে। যা আমার জন্য সত্যি অবিশ্বাস ছিল। আমি বিশ্বাস ই করতে পারতে ছিলাম না , যে মাসে ইউ,এস,এ থেকে ৮-১০হাজার ট্রাফিক আসছে আমার সাইটে।
এরপর উনি ই গুগোল অ্যাডসেন্স এ এপ্লাই করে দেন। ও এর মধ্যে আমাকে উনাদের অফিসে যেতে হয়েছে ২বার।
প্রথম বার গিয়েছিলাম পরিচিতির জন্য, আর দ্বিতিও বার আমার ল্যপটপ নিয়ে যেতে বলেছিলেন অ্যাডসেন্স এর আবেদন এর জন্য।
আমি আরও অবাক ও আনন্দিত হয়েছি যে, আমরা অ্যাডসেন্স এ আবেদনের মাত্র ২ঘন্টা পর আমাদের সাইটের আবেদন এপ্রুভ হয়, এবং গুগোল অ্যাড দেখানো শুরু করে।
আমি সত্যি এটা দেখে আবেগ আপ্লুত হয়ে পরেছিলাম। উনাকে যখন ফোন দেই তখন আমার গলা ভিজে গিয়েছিল, বলেছিলাম ভাই অনেক বড় একটা উপকার করেছেন। আল্লাহ আপনাকে অনেকদিন বাচিয়ে রাখুক। উনি আমাকে বললেন মসজিদে-মাদরাসায় বা কিছু গরিব মানুষকে খাবারের ব্যাবস্থা করে দিতে।
আসলে সত্যিকার অর্থে আমার মত মানুষের পক্ষে এগুলো শিখে আয় করা কোনদিন ও সম্ভব ছিল না, আর সরল সোজা দেখে অনেকেই ধোকায় ফেলত।
আর এরকম মধ্যবিত্ত আয়ের মানুষের স্বপ্ন পূরনের জন্য নাসির উদ্দিন শামিম ভাইদের মাসিক ১৫০০ ডলার এর এস,ই,ও করানোও কোনদিন সম্ভব ছিল না। যেখানে হাবিব ভাই এর মাসিক মাত্র ২০০ ডলার এর এস,ই,ও প্যাকেজ এর মাধ্যমেই আমার স্বপ্ন পূরন হয়েছে, মাত্র কয়েক মাসের ব্যাবধানে আমার ইনভেষ্ট প্রায় ২-৩গুন বৃদ্ধি করে দিলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ।
স্বপ্ন ও ইচ্ছা আছে সারাজীবন এই সাইট টাকে যত বড় করতে পারি ইন-শা-আল্লাহ করতে থাকব। আর সামনে আমার ফিসিং নিশটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব।
আর সত্যি কথা বলতে , যতদিন বাচব ইন-শা-আল্লাহ উনারা যদি সার্ভিস অ্যাভাইলাভেল রাখেন তাহলে উনাদের সার্ভিস নিয়ে যাব ইনশাআল্লাহ্ এবং আমার পরিচিত যারা আছে তাদের হাইলি রিকমেন্ড করবো।