ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস ইন বাংলাদেশ

বর্তমান যুগে ইন্টারনেট ছড়িয়ে আছে সর্বত্র। প্রায় সকলেরই এখন ইন্টারনেট এক্সেস আছে। ইন্টারনেটে সবকিছু গড়ে উঠার সাথে গড়ে উঠছে অনলাইন মার্কেটপ্লেস। আর ওয়েবসাইট সে মার্কেটের মৌলিক একটি উপাদান। এখন প্রায় সকল বিজনেসেরই আছে নিজস্ব ওয়েবসাইট। আজকাল ওয়েবসাইট থেকেই লোকজন কোনো কোম্পানি সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নেয়। 

 

ক্রেতাদের আচরণ সময়ে সময়ে বদলায়। বর্তমান সময়ে ক্রেতারা সব ডিজিটাল সময়ের সাথে খাপ খাইয়ে নিয়েছে। এখন তারা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য অনলাইনের খোঁজ করে। আপনার যদি চান সেসকল ক্রেতারা আপনার কোম্পানিই পছন্দ করুক তাহলে আপনার কোম্পানিকে অনলাইনে থাকতে হবে। অর্থাৎ, আপনার একটি ওয়েবসাইট লাগবে।

 

আপনার ব্যবসাটি যে ধরনেরই হোক-  ছোট, বড় বা মাঝারি, পুরাতন বা নতুন; একটি ওয়েবসাইট আপনার প্রচারণা ও মার্কেটিংকে আরো উন্নত করতে পারে, আপনার ব্যবসার সুনাম ও মার্কেটিং মেসেজ আরো বেশি সংখ্যক ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারে।

 

ওয়েবসাইট থাকার একটা ভালো উপকারিতা হচ্ছে যেখানে ক্রেতারা আছে সেখানে উপস্থিত থাকা। বর্তমানে বেশিরভাগ ক্রেতাই তাদের কিছু প্রয়োজন হলে তারা সেটা নিয়ে আগে অনলাইনে রিসার্চ করে। আর আপনার ওয়েবসাইট থাকলে তাদের সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটি থাকবে। সেখান থেকে তারা আপনার কোম্পানি, পণ্য, সেবা, অফার ইত্যাদি সম্পর্কে জানবে। এবং আপনি যদি ভালো কন্টেন্টের মাধ্যমে আপনার কোম্পানিকে যথাযথভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আগ্রহী ক্রেতাও পেয়ে যাবেন।

অন্যদিকে, আপনার কোম্পানির ওয়েবসাইট না থাকার অর্থ হবে আপনার কোম্পানির অস্তিত্ব তাদের কাছে না থাকা। এছাড়া আপনার প্রতিদ্বন্দ্বী কোনো কোম্পানির ওয়েবসাইট থেকে থাকলে সেক্ষেত্রে ঐ কোম্পানিই অনলাইন ট্রাফিক থেকে ক্রেতা পেয়ে যাবে। ওয়েবসাইট না থাকলে আপনার কোম্পানি অন্যান্য কোম্পানির চেয়ে কাস্টমারদের কাছে কম বিশ্বাসযোগ্য মনে হবে।

 

বেশিরভাগ ক্রেতারাই একটি কোম্পানির ভালো ওয়েবসাইট দ্বারা প্রভাবিত হন। একটি জরিপে দেখা গেছে ক্রেতারা একটি কোম্পানির ওয়েবসাইট দেখে বিচার করে কোম্পানিটি কতটুকু ভালো সার্ভিস দিবে। একটি ওয়েবসাইট একটি কোম্পানির শো-কেস। ওয়েবসাইটে থাকা উপকরণ দেখেই ক্রেতারা কোন কোম্পানির সাথে ব্যবসায় এনগেজ হবে তা ঠিক করে।

 

একটি সাধারণ ভুল বুঝাবুঝি হচ্ছে, অনেকেই মনে করে বিজনেস ওয়েবসাইট মানেই সেখানে পণ্য কেনার ব্যবস্থা থাকতে হবে, ক্রেডিট কার্ড এক্সেপ্ট করার অপশন থাকতে হবে, অনলাইনে অর্থের লেনদেন করতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে বিজনেস ওয়েবসাইট মানেই এগুলি থাকতে হবে তা নয়। যেসকল সাইটে অনলাইনে লেনদেন করে পণ্য ক্রয়-বিক্রয় হয় সেগুলো ই-কমার্স সাইট। আপনি যদি চান, আপনার বিজনেসের জন্য আপনিও ই-কমার্স সাইট খুলতে পারেন।

কিন্তু আপনার ব্যবসার সার্ভিস বা পণ্য যদি এমন হয় যে আপনি তা অনলাইনের মাধ্যমে লেনদেন করে বিক্রি করতে চান না, তাহলেও আপনি আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট অপ্রয়োজনীয় নয়। আপনি আপনার বিজনেস সংক্রান্ত তথ্য, ঠিকানা, ফোন নাম্বার, পণ্যের বিবরণ, প্রচারণা, অফার এসকল অনলাইনে যেন পাওয়া যায় তা নিশ্চিত করতে ওয়েবসাইট খুলে নিতে পারেন।

 

কোথা থেকে বা কীভাবে ওয়েবসাইট খুলবেন?

 

বর্তমানে ওয়েবসাইট তৈরি করা অত্যন্ত সহজ। এখন চাইলে নিজে নিজেই বিভিন্ন ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা সম্ভব। যেমন- ওয়ার্ডপ্রেস, উইক্স ইত্যাদি। তবে, আপনি যেহেতু আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট খুলতে চান, তাই আমরা পরামর্শ দিবো প্রফেশনাল ওয়েব ডেভেলপার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কিংবা প্রফেশনাল কোনো ওয়েব ডেভেলপিং কোম্পানির সার্ভিস নিতে। নিজে নিজে বা আনপ্রফেশনালভাবে তৈরি ওয়েবসাইট হিতেবিপরীত ঘটাতে পারে ক্রেতারা আপনার ওয়েবসাইট দেখেই আপনার কোম্পানির সার্ভিসের মান বিচার করতে চাইবে। তাই আপনার ওয়েবসাইটটি হতে হবে আকর্ষণীয় ও প্রফেশনাল।

 

প্রফেশনাল ডেভেলপার হায়ার করার চেয়ে কোনো প্রফেশনাল ওয়েব ডেভেলপিং কোম্পানির সার্ভিস ব্যবহার করা সুবিধাজনক ও তুলনামূলক কম ব্যয়বহুল। আপনি খোঁজ করলে এরকম অনেকগুলি কোম্পানিই পাবেন। কিন্তু এদের মধ্যে সকলেই বিশ্বস্ত নয় এবং সকলেই উপযুক্ত ও মানসম্মত ওয়েবসাইট দিতে পারে না।

 

আমরা, Creative Marketers, একটি ডিজিটাল মার্কেটিং প্লার্টফর্ম। আমরা আপনার কোম্পানির জন্য হাই-কোয়ালিটির ওয়েবসাইট তৈরি করে দিতে পারি এবং তা অত্যন্ত সুলভ মূল্যে। আমাদের অধীনে যেসকল ডেভেলপাররা কাজ করে, তারা সকলে তাদের কাজে দক্ক ও প্রফেশনাল। আমরা ইতোমধ্যেই আমাদের বিভিন্ন গ্রাহকদের জন্য ওয়েবসাইট তৈরি করে দিয়েছি। আমাদের সার্ভিস গ্রাহকদের চাহিদামতো উপযুক্ত, মানসম্মত ও সন্তোষজনক।

 

আমরা ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক যেসকল কাজ করিঃ

 

  • Bug fixing
  • ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি
  • CMS (Content management system) তৈরি
  • ওয়েব ডিজাইন
  • যেকোনো ধরনের ব্লগ তৈরি
  • ডায়নামিক ওয়েবসাইটের জন্য টেমপ্লেট তৈরি
  • আলাদাভাবে যেকোনো ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত সার্ভিস
  • ওয়েব সিকিউরিটি
  • ওয়েব ডেভেলপমেন্ট

 

 

আমাদের বিশেষত্বঃ

 

 

আমরা উপযুক্ত হাইকোয়ালিটি ওয়েবসাইট ডেভেলপ করি

 

আমাদের অধীনে কর্মরতরা সকলে প্রফেশনাল। আমরা রিসার্চ করে, আপনার ব্যবসার জন্যে উপযুক্ত ওয়েবসাইটটিই ডেভেলপ করে দিই। আমাদের ডেভেলপ করা ওয়েবসাইট হাই-কোয়ালিটির ও আকর্ষণীয়। আপনার ব্যবসার জন্যে বা ব্যক্তিগত প্রয়োজনে ওয়েবসাইটে যেসব ইলিমেন্ট লাগবে, আমরা তা এড করে দিই। এছাড়া আপনার চাহিদা অনুযায়ী কোনো ফিচার, রঙ বা অন্যান্য কিছুও ওয়েবসাইটে এড করে দিই।

 

 

আমরা সুলভ মূল্যে সার্ভিস দেই

 

সাধারণত ব্যবসায়ের জন্য ওয়েবসাইট খোলা মোটামুটি ব্যয়বহুল। Creative Marketers আপনাকে সুলভ মূল্যেই ঝকঝকে ও মানসম্মত ওয়েবসাইট প্রদান করতে পারে। মার্কেটের অন্যান্য ব্যয়বহুল কোম্পানি ও আমাদের কোয়ালিটির তুলনায় আমাদের সার্ভিস চার্জ যথেষ্টই স্বল্প ও আপনার হাতের নাগালে।

 

 

 

আমরা অভিজ্ঞ গ্রাহকের প্রয়োজন বুঝি

 

Creative Marketers ইতোমধ্যে অনেক ক্লায়েন্টের জন্য ওয়েব ডেভেলপ করে দিয়েছে। তাই, আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী কোয়ালিটি বজায় রেখে সার্ভিস প্রদানে অভিজ্ঞ। এছাড়া আমরা দক্ষ ও প্রফেশনালদের সাথে কাজ করি, তাই আমরা গ্রাহকদের প্রয়োজন অনুসারেই সার্ভিস দিতে সক্ষম। গ্রাহকের চাহিদা ও প্রয়োজনের দিকই আমরা সবার আগে প্রাধান্য দিই।

 

 

 

আমরা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট ডেভেলপ করি

 

এসইও (SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটি সার্চ ইঞ্জিন রেজাল্টে আপনার ওয়েবসাইট র‍্যাংকিং নিশ্চিত করবে। অর্থাৎ, গ্রাহকরা যখন আপনার ব্যবসা সম্পর্কিত কিছু সার্চ ইঞ্জিনে সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটি সার্চ রেজাল্টের উপরের দিকে থাকবে। আমাদের ডেভেলপ করা ওয়েবসাইটগুলি এসইও ফ্রেন্ডলিভাবে প্রোগ্রামিং করা হয় যাতে পরবর্তীতে এসইও করা সহজ হয়।

 

বিঃদ্রঃ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আলাদাভাবে করতে হয়। Creative Marketers মানসম্মতভাবে এসইও করে দেয়। বিস্তারিত জানতে আমাদের এসইও সার্ভিস সংক্রান্ত পেজটি দেখুন।

 

 

ওয়েব সিকিউরিটি

 

অনলাইনে নিরাপত্তা বজায় রাখতে সিকিউরিটি পদক্ষেপ নিয়ে চলতে হয়। ইন্টারনেটের সকলেই ভালো উদ্দেশ্যে কাজ করে না। অনেকেই অসৎ উদ্দেশ্যে হ্যাকিং করে। এসকল হ্যাকারদের হাত থেকে ওয়েবসাইট নিরাপদ রাখতে ওয়েবসাইটে সিকিউরিটি বিষয়ক ফিচার ও পদক্ষেপ নিতে হয়। ওয়েব ডেভেলপ করার সময় আমরা গ্রাহকের ওয়েব সিকিউরিটি বিবেচনায় রাখি ও ওয়েবসাইট সিকিউরড করে দিই। ওয়েব সিকিউরিটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখি ও আমাদের ডেভেলপাররা একাজে অভিজ্ঞ। তাই আমাদের সার্ভিস নিলে নিরাপত্তা সম্বলিত ওয়েবসাইট পেতে পারেন।

 

 

 

গ্রাহকদের কিছু জিজ্ঞাসা তার উত্তর

 

প্রশ্নঃ আপনারা ওয়েবসাইট তৈরি করে দিতে কতদিন সময় নিবেন?

 

উত্তরঃ এটি অনেক কিছুর উপর নির্ভর করে। আপনার ওয়েবসাইটের ধরন, ওয়েব অ্যাপ্লিকেশনের ধরন ইত্যাদি। তবে আমরা যত দ্রুত সম্ভব ওয়েবসাইট তৈরি করে দিই। আপনার ওয়েবসাইটটি কতদিন নিতে পারে তা জানতে আপনার ওয়েবসাইট বিষয়ক কিছু তথ্য সাথে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা জানিয়ে দিবো।

 

 

প্রশ্নঃ আমার কোম্পানির ওয়েবসাইটের জন্য কোনটি ভালো হবে– CMS নাকি Web Application?

 

উত্তরঃ আপনার ওয়েবসাইটে কী কী ফিচার রাখতে চান তার উপর নির্ভর করে CMS ব্যবহার করবেন নাকি Web Application.। আমরা পরামর্শ দিবো, যদি আপনার ওয়েবসাইটে অনেক কিছুর ম্যানেজমেন্ট রাখতে হয়, যেমন- ক্রেডিট কার্ড রিসিভ, কার্ট, অনলাইন লেনদেন ইত্যাদি, তখন আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। আবার‍, আপনার ওয়েবসাইটটি কন্টেন্ট নির্ভর ও ব্লগ টাইপের হলে CMS ব্যবহার করবেন।

 

প্রশ্নঃ ওয়েবসাইট তৈরি করতে কত খরচ হতে পারে?

 

উত্তরঃ এই প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া সম্ভব নয়। আপনার ওয়েবসাইটের ধরন, ডিজাইনের ধরন, ওয়েব ডিজাইন আপনি দিবেন কি না ইত্যাদি অনেক কিছু দেখে তারপর আমরা জানাতে পারবো। তবে আমাদের কোয়ালিটির তুলনায় ও অন্যান্য ব্যয়বহুল কোম্পানির চেয়ে অনেক কম খরচেই আমাদের সার্ভিস পাবেন। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। 

 

প্রশ্নঃ আপনাদের কাজের কোনো স্যাম্পল দেখতে পারি?

 

উত্তরঃ অবশ্যই। আমাদের স্যাম্পল কাজ দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এজন্যে আপনার কাছ থেকে কোনো ফি নেবো না।

 

 

আমাদের সাথে যোগাযোগ করার উপায়

 

আমাদের সার্ভিস নিতে আগ্রহী হলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ইমেইল করুন।

আমাদের ইমেইল-

অথবা,

Contact Form-টি ফিলাপ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ।

 

আমাদের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানতে চাইলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। Creative Marketers আপনার অপেক্ষায় রইল!

Testimonial

Client SEO Review Nashrullah
আমার টার্গেটেড কিওয়ার্ডগুলো র‍্যাঙ্কে আসার পরে, হাবিব ভাই রিসার্চ করে জানান আমার ব্যবসাতে আমি আরো কোন কোন নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভবিষ্যতে অনেক বেশি ট্রাফিক পাব এবং সেই ট্রাফিক থেকে আমার ভালো সেল আসবে, আমার কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড এ অ্যাড রান করছে, তারা কোন কোন কিওয়ার্ড থেকে বেশি ট্রাফিক পাচ্ছে এই জিনিসগুলো।   আমাকে একটা সুন্দর প্ল্যান দেন যেটা নিয়ে আমার এখন ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।   সর্বোপরি, আমি খুবই খুশি এবং সন্তুষ্ট ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ এর সার্ভিস নিয়ে।
Nasrullah NashSEO Testimonial ReviewBD
Client SEO Review rakib vai
সত্যি কথা বলতে , যতদিন বাচব ইন-শা-আল্লাহ উনারা যদি সার্ভিস অ্যাভাইলাভেল রাখেন তাহলে উনাদের সার্ভিস নিয়ে যাব ইনশাআল্লাহ্‌ এবং আমার পরিচিত যারা আছে তাদের হাইলি রিকমেন্ড করবো।
Rakib AhmedKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD
Client SEO Review Sohel Nur
আলহামদুলিল্লাহ আমি ক্রিয়েটিভ মার্কেটার্স বিডি এর সার্ভিস নিয়ে সন্তুষ্ট। নিয়ত করেছি এই অ্যাডসেন্স সাইটের জন্য উনাদের থেকে সার্ভিস নিয়ে সাইট টা আরও আরও অনেক বড় করব ইনশাআল্লাহ্‌ ।   মাঝে মাঝে হাবিব ভাইকে মজা করে বলি, ভাই আমারে কি-ওয়ার্ড রিসার্চটা সেখান, আর এস,ই,ও টাও সেখান।
Sohel NurKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD
Client SEO Review Badhon vai
আমরা এখন ওনার কোম্পানির থেকে কয়েকটি প্রোজেক্টের এস,ই,ও সার্ভিস নিচ্ছি । ভবিষ্যতে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে, অনেকগুলো প্রজেক্ট রান করানোর। বরাবরের মত ওনাদের থেকেই সার্ভিস নিব এবং ভালো সার্ভিস পাবো বলে আশাবাদি। ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ কে অনেক ধন্যবাদ, আমাদের কষ্ট করে কোয়ালিটি লোক খুজে হায়ার করতে হয় না। এখানেই আমরা সব ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস পেয়ে যাই।
BadhonSEO Testimonial ReviewBD,UAE,US,Estonia
client Content review
তারা আমাকে কন্টেন্ট গুলো নির্ধারিত সময়ের মধ্যেই কোয়ালিটি বজায় রেখে ডেলিভার করেছে। যেটাতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। কেননা বাংলাদেশের অধিকাংশ এজেন্সি কে দিয়ে কন্টেন্ট লেখাতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তাদের ডেডলাইন ঠিক থাকেনা   আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট। দোয়া করি তারা অনেক দূর এগিয়ে যাক।
Sezan MahmudContent Writing Service Testimonial ReviewBD
client Imran Fahim vai SEO review
উনাদের মতো প্রফেশনাল এবং ভালো কোয়ালিটির সার্ভিস প্রোভাইডার আমি খুব কমই দেখেছি। বাংলাদেশে সাধারনত এমনটা পাওয়াই যায় না।
Imran FahimSEO Testimonial ReviewBD

Follow Us

Hot Services

Open chat
Welcome!

How Can We Help You