
ডিজিটাল মার্কেটিং আজকাল যেমন হয়ে উঠছে একটি পরিচিত শব্দ, তেমনি দিনে দিনে বাড়ছে এর গুরুত্ব। আধুনিকতার এই সময়ে যখন প্রযুক্তি মানুষের নিত্যদিনের সঙ্গী তখন ডিজিটাল মার্কেটিং প্রতিটি বিজনেস গ্রোয়িং এর জন্যেই অপরিহার্য। বিজনেস গ্রোয়িং এর উপায় হিসেবে ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
ডিজিটাল মার্কেটিং কী?
ডিজিটাল মার্কেটিং মূলত সেই মার্কেটিং পদ্ধতি যেখানে ক্রেতাদের কাছে ব্র্যান্ড, বিজনেস বা পণ্য প্রমোট করার জন্য ডিজিটাল টুলগুলি ব্যবহার করা হয়। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মাধ্যমগুলির দ্বারা আপনার ব্যবসা বা পণ্যের প্রচারণা করা। যেমন- ওয়েবসাইট, ইমেইল, সোশ্যাল মিডিয়া এসবের মাধ্যমে ব্র্যান্ড বা পণ্যের প্রচার করা।
অন্যান্য ট্রাডিশনাল মার্কেটিং চ্যানেল, যেমন- পত্রিকা, পোস্টার, ব্যানার, স্টিকার ইত্যাদি মাধ্যমের চেয়ে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলগুলি অনেক কম খরচে ব্যবহার করা যায়, একই সাথে অনেক বেশি কার্যকরী! ট্রাডিশনাল মার্কেটিং এর চেয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ন্ত্রণ করা, ও কতটুকু প্রভাব রাখছে তা হিসাব করা যায়। ব্র্যান্ডের প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিংএর মতো কার্যকরী বিকল্প কিছু নেই।
কেন ডিজিটাল মার্কেটিং করবেন?
ডিজিটাল মার্কেটিং ব্যবসায়ের প্রচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অগণিত সফল ব্যবসাগুলো ডিজিটাল মার্কেটিং দ্বারা উপকৃত হয়ে এসেছে। ব্যবসা এবং পণ্য বিপণনে ডিজিটাল মার্কেটিং নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।
একটি সফল ব্যবসা চালানোর জন্য শুধু ভালো মানের পণ্য ও শ্রম যথেষ্ট নয়। এগুলোর সাথে সাথে ব্যবসাকে গ্রাহকদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে, প্রচার করতে হবে। যেসকল অডিয়েন্সকে টার্গেট করে প্রচার করা হবে, তাদেরকে পণ্য কেনার জন্যে আগ্রহী করে তুলতে হবে। আর এজন্যে প্রয়োজন সঠিক মার্কেটিং স্ট্রাটেজি।
ডিজিটাল মার্কেটিং এক্ষেত্রে দারুণ একটি হাতিয়ার। ডিজিটাল মার্কেটিং এর প্লাটফর্মগুলো ব্যবহার করে প্রচার-প্রচারণা অনেক সহজ এবং কার্যকরী। নিচে ডিজিটাল মার্কেটিং এর কিছু সুবিধা বর্ণনা করা হলো:
ডিজিটাল মার্কেটিং–এ খরচ কম
একটি ব্যবসায় বাজেট গুরুত্বপূর্ণ জিনিস। তাই ব্যবসায় বিনিয়োগ করলে তা যেন যথাযথ হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। ট্রাডিশনাল মার্কেটিং এর তুলনায় ডিজিটাল মার্কেটিং-এ খরচ অনেক কম হয়। সেই সাথে ডিজিটাল মার্কেটিং কয়েকগুণ বেশি কার্যকরী! তাই ডিজিটাল মার্কেটিং দ্বারা বিনিয়োগের তুলনায় কয়েকগুণ বেশি ইন্টারেস্ট পাওয়া সম্ভব।
বেশি সংখ্যক পরিচিতি ও ক্রেতা পাওয়া
পৃথিবীর বহুসংখ্যক লোক বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহার করে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেসব লোকের কাছে কোম্পানী বা পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দেয়া খুবই সহজ। আর পণ্যের প্রচারণা যথাযথ হলে ব্র্যান্ডের যেমন পরিচিতি বাড়ে, তেমনি ক্রেতারাও আগ্রহী হয়।
নিয়ন্ত্রণ ও অ্যানালাইজ করার সুবিধা
ট্রাডিশনাল মার্কেটিং-এ আপনার বিজ্ঞাপন কতটুকু প্রভাব ফেলছে তা বুঝা যায় না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আপনি কোনো চ্যানেল ব্যবহার করলে তা আপনাকে কতটুকু ফল দিচ্ছে কিংবা ক্ষতি করছে কি না তা আপনি মনিটর করতে পারবেন। এমনকি চাইলে যেকোনো সময় দুর্বল ও কম এফেক্টিভ গুলো যেকোনো সময় বন্ধ করে দিতে পারেন।
ফিডব্যাক পাওয়া
ডিজিটাল মার্কেটিং এর আরেকটি সুবিধা এটি। অনলাইনে গ্রাহক আপনার কোম্পানির সার্ভিস নিয়ে সন্তুষ্ট হলে সে রিভিউ এবং রেটিং দেয়ার সুযোগ পায়। আপনার কোম্পানি যতগুলো পজিটিভ রিভিউ পাবে, আপনার কোম্পানি ক্লায়েন্টদের কাছে তত বেশি বিশ্বস্ত ও আস্থাভাজন হবে। আবার আপনার কোম্পানি বিষয়ে বিভিন্ন ক্লায়েন্ট গুরুত্বপূর্ণ পরামর্শও দিতে পারে যা আপনার কোম্পানির সার্ভিস আরো ইম্প্রুভ করতে সহায়তা করবে।
ডিজিটাল মার্কেটিং এর কয়েকটি চ্যানেল-
- কন্টেন্ট মার্কেটিং
- এসইও
- ইমেইল মার্কেটিং
- ওয়েবসাইট মার্কেটিংস
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং
ইন্টারনেটে সবখানেই কন্টেন্টের ছড়াছড়ি। ইমেজ, টেক্সট, ভিডিও, GIF সবই কন্টেন্ট। ইউজাররা ইন্টারনেটে এসব কন্টেন্টই দেখে। কেউ আর্টিকেল পড়ে, কেউ ভিডিও দেখে, ইমেজ দেখে ইত্যাদি। যেহেতু বিপুল সংখ্যক ইউজার এসব কন্টেন্ট দেখছে, তাই কন্টেন্টের মাধ্যমে বিজ্ঞাপন করা বেশ ফলদায়ক। ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়ায় আর্টিকেল, ভিডিও, ইমেজ ইত্যাদির মাধ্যমে আপনার ব্র্যান্ডের প্রচারণা করলে বিপুল সংখ্যক ভিউয়ার পাবেন। তাদের মধ্য থেকে আগ্রহী অনেককেই ক্রেতা হিসেবে পাবেন।
এসইও (SEO)
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও (SEO) বলতে বুঝায় আপনার ওয়েবসাইট ও কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা। আপনার ওয়েবসাইটে ভালভাবে এসইও করা হলে ইউজাররা আপনার ব্যবসা বা পণ্যের রিলেটেড কিছু সার্চ করলে তার রেজাল্টে আপনার ওয়েবসাইট বা পণ্যটি রেজাল্টের প্রথম দিকে আসবে। জরিপে দেখা গেছে অধিকাংশ ইউজাররাই সার্চ রেজাল্টের প্রথমদিকে আসা রেজাল্টগুলোতেই আগ্রহী হয় ও বিশ্বাস করে। তাই আপনার ব্যবসায়ের জন্য ওয়েবসাইট এসইও করা খুবই গুরুত্বপূর্ণ।
ইমেইল মার্কেটিং
যদিও আজকাল অনেকগুলি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলো দিয়ে সহজে গ্রাহকদের কাছে প্রচারণা পৌঁছানো যায়, তবুও ইমেইল মার্কেটিং এর গুরুত্ব এখনো কমে যায় নি। ইমেইল মার্কেটিং মানেই এই না যে ইউজারদের মেইল বক্সে একের পর এক স্প্যাম মেইল পাঠানো হবে।
ইমেইল মার্কেটিং এ তাদের কাছেই ইমেইল পাঠানো হবে যাদের আপনার পণ্য বা ব্র্যান্ডের প্রতি আগ্রহ আছে। তারা হতে পারে আপনার পূর্ববর্তী ক্রেতা, কিংবা তারা আপনার পণ্যের ক্যাটাগরির কোনো পণ্য কিনেছে বা আগ্রহ দেখিয়েছে। তাদেরকে আপনার ব্যবসায়ের তরফ থেকে কী অফার করা আছে তা আকর্ষণীয়ভাবে উল্লেখ করে মেইল পাঠানো হবে।
ওয়েবসাইট মার্কেটিং
এটি প্রায় সকল সফল বিজনেসে মার্কেটিং এর কেন্দ্রবিন্দু। আপনার ওয়েবসাইট যেন ইন্টারনেটে থাকা আপনার অফিস। ওয়েবসাইটে ক্রেতাদের কাছে আপনার ব্র্যান্ড বিষয়ক সকল তথ্য দেয়া থাকবে। আপনার ব্যবসার পণ্য বা সার্ভিস সম্পর্কিত তথ্য, কোন ক্যাম্পেইন চলছে, আপনাদের সাথে যোগাযোগ করার উপায়, ক্রেতাদের আগ্রহ মেটানোর জন্যে বিভিন্ন ব্যাখা ও উত্তর ইত্যাদি সবকিছুই আপনার ওয়েবসাইটে সাজানো পাওয়া যাবে। গ্রাহকরা সহজেই আপনার ব্র্যান্ড বা ব্যবসা সম্পর্কে অবগত হবে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
বর্তমানে বিশ্ব সোশ্যাল মিডিয়ার জ্বরে আক্রান্ত। সবার হাতে হাতে স্মার্টফোন আর সবাই সোশ্যাল মিডিয়ার এক্টিভ ইউজার। ২০১৮ সালের পরিসংখ্যান মতে ইন্টারনেট ইউজাররা প্রতিদিন গড়ে ১৩২ মিনিট সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছে। তাই ব্র্যান্ডিং ও ব্যবসা প্রচারণায় সোশ্যাল মিডিয়া হতে পারে চমৎকার হাতিয়ার। কোটি কোটি ইউজারদের কাছে ব্যবসা বা পণ্যের তথ্য পৌঁছে দেয়ার এক সুবর্ণ সুযোগ।
কেন আমাদের কাছ থেকে সার্ভিস নিবেন?
আমরা অত্যন্ত সুলভ মূল্যে উন্নত মানের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি। আমরা আপনার অনলাইন মার্কেটিং দ্বারা আপনার বিজনেস গ্রোয়িং এর উপর ফোকাস করি। আমাদের টিম এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং নতুন নতুন আইডিয়া কন্ট্রিবিউট করে। ইতোমধ্যেই আমাদের অনেক ক্লায়েন্টরা আমাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট ও সফল।
আমাদের সার্ভিস এফোর্ডেবল প্রাইজ এবং একই সাথে হাই-কোয়ালিফাইড।
আপনার প্রয়োজনে আমরা সবসময় পাশে আছি। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কিংবা আমাদের সার্ভিসের প্রতি আগ্রহী হলে নিঃসংকোচে যোগাযোগ করুন।
আমাদের সাথে যোগাযোগ করার উপায়–
আমাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
আমাদের ইমেইল:[email protected]
অথবা,
আপনি Contact Form টি ফিলাপ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।