আমি মোঃ ইমরান ফাহিম. আমি ত্রিমাত্রিক মাল্টিমিডিয়া এর ফাউন্ডার এবং সিইও। আমার ওয়েবসাইট ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করে। ক্রিয়েটিভ মার্কেট বিডি এর সাথে আমার পরিচয় বলতে মূলত এর ফাউন্ডার মোহাম্মদ হাবিব ভাইয়ের সাথে আমার ফেসবুক থেকে পরিচয়। প্রথমে আমি ওনার কোয়ালিটি টেস্ট করার উদ্দেশ্যে আমার একটা ওয়েবসাইট আহুজা বিডি এর জন্য সার্ভিস নিই।
প্রথমত, যখন আমার টার্গেট কিওয়ার্ডগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর ভাবে র্যাঙ্কে নিয়ে এসে তখন আমি আসলে বুঝতে পারি যে হ্যাঁ ওনাদের দিলে আমি কোয়ালিটি সার্ভিস পাব আসলে ইনশাল্লাহ। এরপরে আমি ওনাকে আমার আরো যে ওয়েবসাইট গুলো আছে পর্যায়ক্রমে zktecobangladesh.info , ক্যারি ব্যাগ বিডি ও ত্রিমাত্রিক বিডি এর টার্গেটেড কিওয়ার্ড গুলোতে রেঙ্ক এর জন্য কাজ দেই।
আলহামদুলিল্লাহ উনি আমার zkteco বাংলাদেশ সাইটের অধিকাংশ টার্গেটেড কিওয়ার্ডগুলো কে গুগলের প্রথম পেজে নিয়ে আসে অল্পকিছুদিন সময়ের মধ্যে। এরপরে উনি আমার ক্যারি ব্যাগ বিডি সাইটের ২টা টার্গেটেড কিওয়ার্ড ছিল সেগুলো কেউ গুগলের টপ পজিশনে এ নিয়ে আসেন।
এরপর ত্রিমাত্রিক বিডি সাইটের অনেকগুলো কিওয়ার্ড নিয়ে উনি আসলে কাজ শুরু করেন কিন্তু আমার বাজেট উনাদের পেমেন্ট এর সাথে আসলে সেভাবে ম্যাচ হচ্ছিল না। আমি আসলে ওনাদের বাজেটের থেকে কিছু কম এ কাজগুলো শুরু করতে চাই। আমার অনেক জোরাজুরিতে উনি কাজগুলো শুরু করেন কিন্তু পরবর্তীতে উনি জানান এত কম পেমেন্ট এ আসলে ওনাদের জন্য কাজ করা কষ্টকর হয়ে যাচ্ছে।
এরপরে আমরা পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত নেই যে যখন আমি উনাদের বাজেট অনুসারে আমার কাজগুলো করাতে পারবো তখন পুনরায় উনাদের কাছ থেকে সার্ভিস নিব ইনশাল্লাহ।
তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনারা আমার একটা সাইটের দুইটা কিওয়ার্ড এর উপর কাজ করে সেগুলো প্রথম পেজে এবং দ্বিতীয় পেজে এনেছিল কিন্তু টপ পজিশনে আনতে পারেনি। ওনারা বলেছিলেন আরো বাজেট প্রয়োজন এগুলোকে টপ রেজাল্টে নিয়ে আসতে। পরে আমার আর বাজেট না থাকায় উনারা এই দুইটা কিওয়ার্ড রাঙ্ক এর জন্য আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলেন তা আমাকে রিফান্ড করে দেন।
উনাদের মতো প্রফেশনাল এবং ভালো কোয়ালিটির সার্ভিস প্রোভাইডার আমি খুব কমই দেখেছি। বাংলাদেশে সাধারনত এমনটা পাওয়া যায় না। যদি আমার বাজেট আবার বৃদ্ধি করতে পারি তাহলে অবশ্যই ওনাদের থেকে পুনরায় সার্ভিস নিব ইনশাআল্লাহ।