আচ্ছা আপনার কাছ থেকে সরাসরি প্রডাক্ট কেনার সম্ভাবনা কাদের সব থেকে বেশী? নিঃসন্দেহে যারা আপনার বিজনেস লোকেশনের আশেপাশে আছে তারাই। আচ্ছা একবার ভেবে দেখুন তো টার্গেট করে যদি তাদের সামনে আপনার বিজনেস কে তুলে ধরা যায়, তাহলে কেমন হবে ব্যাপারটা? এটাই হচ্ছে লোকাল এসইও এর পাওয়ার।শুনতে তো ভালোই শোনাচ্ছে, চলুন বিস্তারিত জানা যাক যে লোকাল বিজনেসের জন্য লোকাল এসইও এর গুরুত্ব আসলে কতটুকু?
এটা আসলে ভালো প্রফিট করতে সহায়তা করে নাকি খুব একটা লাভজনক নয়? কিছুক্ষনের মধ্যেই পেয়ে যাবেন আপনার সব প্রশ্নের উত্তর। তো আর কোন ধরনের কোন দেরী না করে চলুন শুরু করা যাক।
লোকাস এসইও টা আসলে কি?
লোকাল এসইও এর গুরুত্ব যদি বুঝতে চান তাহলে সবার প্রথমে লোকাল এসইও সম্পর্কে একটি ব্যাসিক ধারণা থাকতে হবে। সহজ ভাবে বলতে গেলে, লোকাল এসইও হচ্ছে কোন নির্দিষ্ট যায়গাকে টার্গেট করে ঐ যায়গার লোকাল সার্চ রেজাল্টে উঠে আসার জন্য সাইটকে অপ্টিমাইজ করা।
চলুন একটি উদাহরন দেখে নেওয়া যাক।
আপনার মোবাইলটি বের করুন আর গুগোলে গিয়ে লিখুন Best Restaurant Near Me । আপনার আশেপাশের কিছু রেস্ট্রুরেন্ট এর নাম দেখাবে। আপনি কিন্তু জানেন না যে আসলে কোন রেস্ট্রুরেন্ট এর খাবার খেতে আসলে কেমন হবে। কিন্তু তারপরও, আপনার সার্চ রেজাল্টের প্রথম যে রেস্ট্রুরেন্ট দেখাবে সেটিকেই আপনার কাছে আপাতভাবে ভালো বলে মনে হবে। গুগোল করার অভ্যাসটা ইউরোপে বেশ আগে থেকেই। কিছুটা দেরীতে হলেও বাংলাদেশ, ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলিও এখন গুগোল করতে অভ্যস্ত হচ্ছে।
ধরুন নতুন কোথায় গেলেন কোন কিছু চিনতে পারছেন না গুগোল ম্যাপে দেখে নিলেন, হঠাত করে কেউ অসুস্থ হয়ে পড়লো হাসপাতালে নেওয়া দরকার গুগোলে দেখে নিলে Best Hospital Near Me। সার্চ ইঞ্জিন ব্যবহারের যে ট্রেন্ড সেটা গত কয়েক বছরে বাংলাদেশীদের মধ্যে বেশ ভালো ভাবেই লক্ষনীয়। এবং এটা আস্তে আস্তে আরও বেশী বাড়তে থাকবে।
বর্তমানে বাংলাদেশে ১০ মিলিয়নেরও বেশী মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এদের মধ্যে কমবেশি সবাই গুগোল ব্যবহার করে কারন বাংলাদেশে সার্চ রেজাল্টের মধ্যে গুগোলের দখলে রয়েছে ৯৮.২ শতাংশ! তো এখানে বিশাল পরিমান সুযোগ রয়েছে। এখানে লোকাল এসইও কিভাবে ভুমিকা রাখতে পারে লোকাল বিজনেসের ক্ষেত্রে?
-
লোকাল কাস্টমারেরা আপনাকে সহজেই খুজে পাবে
যে কোন ব্যবসাতেই কাস্টমারদের আপনার উপস্থিতি সম্পর্কে জানান দেওয়া বাঞ্চনীয়। ধরুন আপনার একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানের খাবার খুবই ভালো মানের এবং সুস্বাদু। এখন কাস্টমাররা যদি নাই জানে যে আপনার রেস্টুরেন্ট সম্পর্কে তাহলে আপনি যত ভালো খাবারই বানান না কেন এতে আপনার সেল আসার সম্ভাবনা খুবই কম। কারন, কেউ তো জানেই না আপনার রেস্টুরেন্ট সম্পর্কে। অন্যদিকে, ধরুন আপনি লোকাল এসইও সার্ভিস নিলেন। আপনার রেস্টুরেন্ট ধরে নিলাম ঢাকার উত্তরা তে।
প্রতিমাসে যদি গড়ে ২০০ জন লোক সার্চ করে থাকে উত্তরাতে ভালো রেস্টুরেন্ট সম্পর্কে এবং সেখান থেকে যদি ৪ ভাগের ১ ভাগ লোকও আপনার রেস্টুরেন্টে আসে, প্রতি মাসে ৫০ জন করে আপনার কাস্টমার বাড়বে। আর আপনার খাবারের মান যদি ভালো হয়ে থাকে এবং এদের মধ্যে যদি ৫০% লোকও আপনার রেগুলার কাস্টমার হয়ে যায় আর প্রতি মাসেই কাস্টমার যদি বাড়তেই থাকে, তাহলে বুঝতে পারছেন আপনার প্রফিট করার কতখানি সম্ভাবনা রয়েছে?
এভাবে সব ধরনের ব্যবসাতেই আপনি লোকাল এসইও এর এই সুবিধা টি নিতে পারবেন। লোকজন খুজছে আপনার বিক্রিত পন্য বা সেবা টি।আপনাকে শুধু তাদের সামনে আপনার ব্যবসা তুলে ধরতে হবে।
-
কনভার্সন রেট অনেক বেশী হয়ে থাকে
লোকাল এসইও এর একটি অন্যতম বড় সুবিধা হল এর কনভার্সন অনেক ভালো। বেশীর ভাগ ক্ষেত্রেই কাস্টমারেরা ইন্সট্যান্ট সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই আপনি যদি লোকাল সার্চের টপ রেজাল্টে উঠে আসতে পারেন আপনার লোকাল বিজনেসের এতে খুবই ফায়দা হবে।
সহজ একটি উদাহরন এর মাধ্যমে খুব সহজেই আপনি লোকাল এসইও এর পার্থক্যটা বুঝতে পারবেন এবং কেন এর কনভার্সন অনেক বেশী হয়ে থাকে সেটাও ধরতে পারবেন।
ধরুন, আপনার বিজনেস কনসালটেন্সির ব্যবসা রয়েছে। এখন আপনার লোকাল এরিয়ার কারো ধরুন বিজনেস কনসালটেন্সি দরকার। এখন গুগোলে গিয়ে তো শুধু মাত্র তারাই Best Business Consultency Near Me লিখে সার্চ করবে যাদের সার্ভিসটি প্রয়োজন। আর এক্ষেত্রে দেখা যায় তাদের সার্ভিসটি ইনস্ট্যান্ট বা শীঘ্রই প্রয়োজন। এজন্যই যারাই সার্চ করছে তারা সবাই আপনার সম্ভাব্য কাস্টমার। শুধু কি তাই যেহেতু তাদের দ্রুতই সার্ভিসটি প্রয়োজন সেহেতু তারা ফিজিক্যালি আপনার অফিসে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখুন তারা তো সার্ভিস নেওয়ার জন্যই খুজছে, আপনি যদি শুধু তাদের এটা বুঝিয়ে দিতে পারেন যে কেন আপনার থেকে সার্ভিসটি নেওয়া উচিত তাহলেই হয়ে গেল।
-
আপনার বিজনেসের ব্যাপারে কাস্টমারদের ভালো অভিজ্ঞতা হবে
সবাই চায় যেন তার কাস্টমারদের সার্ভিস নেওয়ার অভিজ্ঞতা ভালো হোক। তবেই তো তাদেরকে রিপিট কাস্টমার বা পার্মানেন্ট কাস্টমার বানানো যাবে। এর জন্য আপনাকে সার্চ ইঞ্জিন থেকেই শুরু করতে হবে। কেননা বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমারদের প্রথম স্টেপ থাকে সার্চ ইঞ্জিনে আপনাকে খুজে পাওয়া।
ধরুন একজন আপনার ব্যবসা সম্পর্কে জানে বা আপনার দোকানের নাম জানে। কিন্তু সে আপনার এক্স্যাক্ট লোকেশন টি জানে না এই ক্ষেত্রে সে কি করবে? খুব বেশী সম্ভব গুগোলের শরণাপন্ন হবে। এখন গুগোলে সার্চ করে সে যদি আপনাকে খুজে না পায়। হতেই পারে সার্চের অন্যান্য যেসব রেজাল্ট আসবে সেগুলোর একটা বেঁছে নিল। এতে করে আপনি একটি সম্ভ্যাব্য কাস্টমার শুরুতেই হারিয়ে ফেললেন। একটি রিসার্চ থেকে জানা গেছে ৭১% কাস্টমার প্রথম বার কোন দোকান বা অফিসে যাওয়ার আগে গুগোলে লোকেশন দেখতে সার্চ করে থাকে। এখন সে যদি আপনাকে গুগোলে খুজে নাই পায় তাহলে তাদের ইম্প্রেশন কি হবে আপনার ব্যবসার ক্ষেত্রে? এমনকি অনেকেই এড্রেস জানা সত্তেও সিওর হয়ে নেওয়ার জন্য একবার গুগোলে সার্চ করে দেখে।
এক্ষেত্রে আপনার লোকাল এসইও লোকাল বিজনেসের জন্য সবদিক থেকে প্রফিটেবল হবে। এর সাথে আরও বেশী সংখ্যক লোক আপনার ব্যবসালে খুজে পাবে। সব থেকে দারুন ব্যাপারটি হল এরা কোন র্যানডম লোক নয়, এরা সবাই সার্ভিস বা পন্য নিতে আগ্রহী । লোকাল এসইও তে ইনভেস্ট করলে আপনার লোকাল কাস্টমারেরা আপনাকে খুব সহজেই খুজে পাবে এবং একদম শুরু থেকেই তাদের অভিজ্ঞতা ভালো থাকবে। এতে করে আপনার ব্যবসার ব্যাপারে বেশ ভালো একটা ইম্প্রেশন তৈরী হবে সবার মধ্যে।
-
দীর্ঘমেয়াদী প্রফিট রিটার্ন পাবেন
আপনি যখন কোন এড ক্যাম্পেইন রান করেন তখন ততদিনই রেজাল্ট পান যতদিন আপনার এড রান থাকে। আর আপনারা যারা গুগোল, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে এড ক্যাম্পেইন করে থাকেন তারা তো জানেনই এটা কতটা ব্যায়বহুল। ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলিও দিন দিন খুবই ব্যায়বহুল হয়ে যাচ্ছে। শুধুমাত্র এড এর উপর ভরসা করে থাকলে আপনার লোকাল বিজনেসকে সামনের দিকে এগিয়ে নেওয়াটা কঠিন এবং এক্সপেনসিভ হয়ে যাবে।
কিন্তু আপনি যদি লোকাল এসইও তে ইনভেস্ট করে থাকেন তাহলে তুলনামূলক কম খরচে বেশ ভালো এবং দীর্ঘমেয়াদী প্রফিট রিটার্ন পাবেন। সেটা কিভাবে? ধরুন, আপনার প্রতি মাসে এড ক্যাম্পেইনের বাজেট ৫০০ ডলার। আপনি যদি এর পরিবর্তে ২০০ ডলার দিয়ে আমাদের লোকাল এসইও সার্ভিস ৬ মাসের জন্য নেন। আপনার খরচ আসবে ১২০০ ডলার যা পেইড ক্যাম্পেইন করতে গেলে খরচ হত ৩০০০ ডলার। ৬ মাসে আপনার ১৮০০ ডলার সেভ হবে। এছাড়া, আপনি যদি ৬ মাস পর আমাদের সার্ভিস নেওয়া বন্ধও করে দেন, যতদিন আপনি লোকালি র্যাংকে থাকবেন ততদিনই আপনি লোকাল ভিজিটর পাবেন। কি দারুন না বিষয়টি? খরচও কম আবার রিটার্নও বেশী। লোকাল বিজনেসের ক্ষেত্রে এমন দারুন সম্ভাবনা আর অন্য কিসে পাবেন?
-
কাস্টমারের ভরসা বৃদ্ধি পাবে
যেকোন ব্যবসায়ের ক্ষেত্রেই “ভরসা” জিনিসটা খুবই গুরুত্বপূর্ন। বিশেষ করে লোকাল বিজনেসের ক্ষেত্রে কাস্টমারদের ট্রাস্ট অর্জন করা খুবই জরুরী। আর এক্ষেত্রে আপনাকে সহায়তা করবে লোকাল এসইও। কিন্তু কিভাবে?
অনলাইনে আপনি যত বেশী দৃশ্যমান হবে তত বেশী আপনার ব্র্যান্ড ভ্যালু এবং কাস্টমার ট্রাস্ট বৃদ্ধি পাবে। ধরুন, আপনার একটি শপিং মল রয়েছে। এখন কেউ যদি Best Shopping Mall Near Me লিখে সার্চ করে আর টপ রেজাল্ট গুলোর মধ্যে সবসময় আপনার শপিং মলকেই দেখতে পায়, তার মনে আপনার শপিং মল সম্পর্কে একটি ভালো ধারনা তৈরী হবে। অথচ যে ইতিপূর্বে কখনো জানতোই না আপনার শপিং মল সম্পর্কে।
এভাবে লোকাল সার্চ রেজাল্টে উঠে আসার মাধ্যমে আপনার ব্যবসায়ের প্রতি কাস্টমারদের ভরসা বৃদ্ধি করতে পারবেন।
আশা করি, এখন আপনারা এটা বুঝতে পেরেছেন যে লোকাল বিজনেসের জন্য লোকাল এসইও এর ভূমিকা আসলে কতখানি বেশি। লোকাল এসইও এর এগুলো ছাড়াও আরও ভুমিকা রয়েছে আমি তো শুধু তার মধ্যে থেকে গুরুত্বপূর্ন কয়েকটি পয়েন্ট তুলে ধরলাম।
আপনিও যদি আপনার লোকাল বিজনেসকে লোকাল এসইও এর মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান আপনাকেও লোকাল এসইও তে মনযোগী হতে হবে। চাইলে ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ এর লোকাল এসইও সার্ভিস চেষ্টা করে দেখতে পারেন। কোয়ালিটি নিয়ে চিন্তা করছেন? মানিব্যাক গ্যারান্টিসহ দারুন সব সুবিধা রয়েছে। সার্ভিস নিতে বা কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে নির্দিধায় যোগাযোগ করুন।