কন্টেন্ট রাইটিং সার্ভিস ইন বাংলাদেশ

quality content writing service in bangladesh with creative marketers bd

 

আপনি কি বাংলাদেশের মধ্যে ভালো কন্টেন্ট রাইটিং সার্ভিস খুঁজছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যেই। দক্ষ, এসইও ফ্রেন্ডলি, ভালো মানের কন্টেন্ট রাইটার যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি খুঁজে পাওয়াও কঠিন। কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আপনাকে এই বিষয়ে আন্তরিকভাবে সাহায্য করতে ইচ্ছুক।  

 

     

 

ভালো আর্টিকেল রাইটার হায়ার করা একটি গুরুত্বপূর্ণ ধাপ। আপনি যদি ইউনিক, এসইও ফ্রেন্ডলি, ভালো মানের, তথ্যবহুল ও ভালো রিড্যাবিলিটির আর্টিকেল আপনার ওয়েবসাইটে বা ব্যবসায় ব্যবহার করেন তাহলে আপনি প্রচুর পজিটিভ প্রতিক্রিয়া পাবেন। ভালো মানের কন্টেন্ট আপনাকে শুধু ভিউয়ার রেসপন্সই দিবে না, বরং সার্চ ইঞ্জিনদের সুদৃষ্টিও আকর্ষণ করে। অন্যদিকে নিম্নমানের বা অ-পেশাদারী আর্টিকেল হতে পারে আপনার ব্যার্থতার কারণ। সেজন্যে ভালো কন্টেন্ট যোগাড় করা খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো মানের কন্টেন্টের জন্য আপনার চাই দক্ষ, প্রফেশনাল কন্টেন্ট রাইটার। আর সে বিষয়ে সহযোগীতা করতেই আমরা আপনার পাশে আছি।  

 

 

কন্টেন্ট রাইটিং সার্ভিস ইন বাংলাদেশ

 

 

 

Professional Plus
1000Words
30$
Native Writer
Appropriate For Anywhere & Best For Buying Content
Writer having an experience with 4+ years
Free from Miss-spelling, punctuation mistakes
Free from Grammatical errors
Copyscape Pass
Revision until you become satisfied
Very Engaging
Proofread By Highly Professional Editor And If Need Rewrite by Them
Professional Native Tone
Asked for Sample
Golden
1000Words
50$
Top Quality Native Writer
Appropriate For Anywhere & Best For Business Leader
Writer having an experience with 5+ years
Free from Miss-spelling, punctuation mistakes
Free from Grammatical errors
Copyscape Pass
Revision until you become satisfied
Very Engaging
Proofread By Highly Professional Editor And If Need Rewrite by Them
Professional Native Tone
Don't Think Twice About Quality- Feeling Will be Just WOW Insha-allah
Asked for Sample

 

 

ক্রিয়েটিভ মার্কেটার্স বিডি গ্রাহকের চাহিদা মোতাবেক দক্ষ কন্টেন্ট রাইটার দ্বারা কন্টেন্ট লিখে দিয়ে থাকি। আমাদের অধীনে কর্মরত আছে প্রফেশনাল ও বিষয়ভিত্তিক কন্টেন্ট রাইটাররা। আমাদের এসকল রাইটারদের কন্টেন্ট বিভিন্ন ওয়েবসাইট ও কোম্পানী ব্যবহার করে সফলতা পাচ্ছে। আমাদের কন্টেন্টগুলো ইউনিক এবং মানসম্মত। আমরা গ্রাহকের চাহিদার প্রতি গুরুত্ব দিই। আপনি আশা রাখতে পারেন, আমাদের কন্টেন্ট আপনার চাহিদা মতো ও প্রত্যাশিত মানের হবে। আমাদের কন্টেন্ট যদি কোনোভাবে আপনার কাঙ্ক্ষিত মানের না হয়, তাহলে তার জন্যে আমরা কন্টেন্ট রিভাইস করে দিই।  

যেসকল কন্টেন্ট আমরা সাধারণত প্রোভাইড করে থাকি –

 

ওয়েব কন্টেন্ট রাইটিং সার্ভিসঃ

  ওয়েবসাইটে পাবলিশ করার উদ্দেশ্যে লিখা কন্টেন্টগুলোই ওয়েব কন্টেন্ট। আপনার কোম্পানির ওয়েবসাইট থাকলে তার জন্যে কন্টেন্ট প্রয়োজন হয়। আর সে কন্টেন্ট হওয়া উচিৎ মানসম্মত, ইউনিক এবং এসইও ফ্রেন্ডলি। আপনার কন্টেন্টই আপনার হয়ে গ্রাহকদের সাথে কমিউনিকেট করবে। তাই ওয়েব কন্টেন্টগুলোর মান নিয়ে আপোষ করা উচিৎ হবে না।   আমাদের কাছ থেকে আপনি পেতে পারেন ইউনিক এবং মানসম্মত ওয়েব কন্টেন্ট। আমরা আপনার চাহিদা অনুযায়ী রিসার্চ করে যথাযথ ওয়েব কন্টেন্ট লিখে দিই।    

অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটিং সার্ভিসঃ

  অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এই কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অ্যাফিলিয়েট কন্টেন্ট পড়েই পাঠকরা প্রোডাক্টটি সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে নেয়। তাই এধরনের কন্টেন্ট হওয়া উচিৎ আকর্ষণীয় ও ন্যাচারাল। কন্টেন্ট পড়ে যেন পাঠকরা প্রোডাক্টটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পায় এবং সিদ্ধান্ত নিতে পারে পণ্যটি তাদের প্রয়োজন কী না। অ্যাফিলিয়েটিং কন্টেন্ট হওয়া উচিৎ ফ্রেশ ও ফ্রেন্ডলি। কন্টেন্ট বিরক্তিকর ও এতে অপ্রাসঙ্গিক অংশ থাকলে পাঠকরা নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে।   যথাযথ মানের অ্যাফিলিয়েট কন্টেন্ট পেতে চাইলে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। আমাদের অ্যাফিলিয়েটিং ও প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট রাইটাররা আপনার পছন্দসই ইউনিক কন্টেন্ট দিতে পারবে বলে আশা রাখছি।    

কেন আমাদের কাছ থেকে কন্টেন্ট নিবেন?

  কেন ক্রিয়েটিভ মার্কেটার্স বিডি এর কাছ থেকে কন্টেণ্ট নিব   কোনো কন্টেন্ট রাইটিং কোম্পানি থেকে আপনি যখন কন্টেন্ট নিতে যাবেন, আপনাকে তখন কয়েকটা জিনিস বিবেচনায় রাখতে হবে। এরকমই কয়েকটি বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো-  

ইনবাউন্ড মার্কেটিং

  inbound analytics content writing service by creative marketers bd   গ্রাহকদের কাছে বিভিন্ন সমাধান, সুযোগ ও সেবা প্রদান তুলে ধরার মাধ্যমে আপনার পণ্য বা সেবার প্রতি তাদের আগ্রহী করে তোলাই ইনবাউন্ড মার্কেটিং। ক্রিয়েটিভ কন্টেন্ট ইনবাউন্ড মার্কেটিং এর ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে। বিজনেস গ্রো করার প্রথম ধাপই হচ্ছে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা ও আগ্রহী করে তোলা। যদিও শুধুমাত্র এটি যথেষ্ট নয়, আপনাকে পরবর্তীতে গ্রাহকদের বিভিন্ন সহযোগিতা ও সাপোর্ট দিতে হবে। কিন্তু প্রথম ধাপ এটিই। তাই ইনবাউন্ড মার্কেটিং বিবেচনায় রেখে কন্টেন্ট লিখা উচিৎ।   আমরা সফলতার সাথে রিসার্চ করে বিভিন্ন ওয়েবসাইটের জন্য উপযুক্ত কন্টেন্ট দিয়ে আসছি, যেগুলো তাদের ইনবাউন্ড মার্কেটিং এ ব্যাপক ভূমিকা রাখছে। আমাদের দক্ষ ও প্রফেশনাল কন্টেন্ট রাইটাররা আপনার বিজনেসের জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত তথ্য এনালাইসিস করে থাকে যাতে বিজনেসটির ইনবাউন্ড মার্কেটিং এর ভিত্তি দৃঢ় থাকে।  

এসইও ফ্রেন্ডলি

  এসইও এর পূর্ণনাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার কন্টেন্ট এবং ওয়েবসাইট যদি এসইও ফ্রেন্ডলি হয় তাহলে সার্চ ইঞ্জিন ফলাফলে আপনার ওয়েবসাইটটি উপরের দিকে থাকবে। সাধারণত ইউজাররা সার্চ রেজাল্টের প্রথম দিকে আসা ওয়েবসাইটগুলোকেই বিশ্বাস করে। তাই এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপনার ওয়েবসাইটে বেশি ভিজিটর এনে দেয়, যা ব্র‍্যান্ডিং ও বিজনেস গ্রোয়িং এ ব্যাপক ভূমিকা রাখে।   আমাদের অধীনে কর্মরত কন্টেন্ট রাইটাররা দক্ষতার সাথে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট প্রোভাইড করে। এটি ব্যবসায় গুরুত্বপূর্ণ একটি ধাপ, তাই ভালো এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের জন্য আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন।    

আমাদের আপনাকে অফার করছি

 

  • হাই কোয়ালিটি কন্টেন্ট
  •  কপিস্কেপ প্রিমিয়াম এ উত্তীর্ন
  • গ্রামারলি প্রিমিয়াম উত্তীর্ন
  • এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট
  • স্মার্ট & এট্রাকটিভ কন্টেন্ট
  • ফুল স্যাটিসফিকেশন

 

কিছু জিজ্ঞাসা ও তার উত্তর (FAQ’s):

 

প্রশ্ন: অর্ডার করার কত দিনের মধ্যে আর্টিকেল পাওয়া যাবে?

উত্তর: এটি মূলত আর্টিকেলের সাইজের উপরে নির্ভর করে। তবে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সময় বাঁচিয়ে ভালো মানের আর্টিকেল দিতে। তাই সাধারণত রিসার্চ করে ভালো মানের আর্টিকেল লিখতে যা সময় লাগে আমরা প্রায় ততটুকুই নিই।

বিশেষ দ্রষ্টব্য- আর্জেন্ট কাজের ক্ষেত্রে আমরা দ্রুত আর্টিকেল সরবরাহ করে দিই

 

প্রশ্ন: কন্টেন্টের মান অনুযায়ী কী কী দিতে পারবেন?

উত্তর: কন্টেন্টের মান অনুযায়ী আমরা সেগুলোকে তিনটি ভাগে ভাগ করেছি। সিলভার – এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন রাইটার দিয়ে লিখানো গোল্ড – দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন রাইটার দিয়ে লিখানো প্লাটিনাম – ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন রাইটার দিয়ে লিখানো   সিলভার বা গোল্ড প্যাকেজের রাইটারদের অভিজ্ঞতা তুলনামূলক কম বলে কন্টেন্টের মান নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই, এসব কন্টেন্ট ও কপিস্কেপ প্রিমিয়াম ও গ্রামারলি প্রিমিয়াম এ চেক করা হয় । বাইরের অন্যান্য কোম্পানির তুলনায় আমাদের কন্টেন্টগুলোর মান ভালো ও উন্নত হবে, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।    

আমাদের সাথে যোগাযোগ করার উপায়:

  আমাদের সাথে যোগাযোগ করার জন্যে আমাদেরকে ইমেইল করতে পারেন অথবা কন্ট্যাক্ট ফরমটি ফিলাপ করে সাবমিট করতে পারেন।  

      আপনার কোনো জিজ্ঞাসা বা কিছু জানার প্রয়োজন হলে নিশ্চিন্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সহযোগিতা করার জন্য আছি।

    Testimonial

    Client SEO Review rakib vai
    সত্যি কথা বলতে , যতদিন বাচব ইন-শা-আল্লাহ উনারা যদি সার্ভিস অ্যাভাইলাভেল রাখেন তাহলে উনাদের সার্ভিস নিয়ে যাব ইনশাআল্লাহ্‌ এবং আমার পরিচিত যারা আছে তাদের হাইলি রিকমেন্ড করবো।
    Rakib AhmedKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD
    Client SEO Review Badhon vai
    আমরা এখন ওনার কোম্পানির থেকে কয়েকটি প্রোজেক্টের এস,ই,ও সার্ভিস নিচ্ছি । ভবিষ্যতে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে, অনেকগুলো প্রজেক্ট রান করানোর। বরাবরের মত ওনাদের থেকেই সার্ভিস নিব এবং ভালো সার্ভিস পাবো বলে আশাবাদি। ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ কে অনেক ধন্যবাদ, আমাদের কষ্ট করে কোয়ালিটি লোক খুজে হায়ার করতে হয় না। এখানেই আমরা সব ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস পেয়ে যাই।
    BadhonSEO Testimonial ReviewBD,UAE,US,Estonia
    Client SEO Review Nashrullah
    আমার টার্গেটেড কিওয়ার্ডগুলো র‍্যাঙ্কে আসার পরে, হাবিব ভাই রিসার্চ করে জানান আমার ব্যবসাতে আমি আরো কোন কোন নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভবিষ্যতে অনেক বেশি ট্রাফিক পাব এবং সেই ট্রাফিক থেকে আমার ভালো সেল আসবে, আমার কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড এ অ্যাড রান করছে, তারা কোন কোন কিওয়ার্ড থেকে বেশি ট্রাফিক পাচ্ছে এই জিনিসগুলো।   আমাকে একটা সুন্দর প্ল্যান দেন যেটা নিয়ে আমার এখন ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।   সর্বোপরি, আমি খুবই খুশি এবং সন্তুষ্ট ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ এর সার্ভিস নিয়ে।
    Nasrullah NashSEO Testimonial ReviewBD
    Client SEO Review Sohel Nur
    আলহামদুলিল্লাহ আমি ক্রিয়েটিভ মার্কেটার্স বিডি এর সার্ভিস নিয়ে সন্তুষ্ট। নিয়ত করেছি এই অ্যাডসেন্স সাইটের জন্য উনাদের থেকে সার্ভিস নিয়ে সাইট টা আরও আরও অনেক বড় করব ইনশাআল্লাহ্‌ ।   মাঝে মাঝে হাবিব ভাইকে মজা করে বলি, ভাই আমারে কি-ওয়ার্ড রিসার্চটা সেখান, আর এস,ই,ও টাও সেখান।
    Sohel NurKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD
    client Imran Fahim vai SEO review
    উনাদের মতো প্রফেশনাল এবং ভালো কোয়ালিটির সার্ভিস প্রোভাইডার আমি খুব কমই দেখেছি। বাংলাদেশে সাধারনত এমনটা পাওয়াই যায় না।
    Imran FahimSEO Testimonial ReviewBD
    client Content review
    তারা আমাকে কন্টেন্ট গুলো নির্ধারিত সময়ের মধ্যেই কোয়ালিটি বজায় রেখে ডেলিভার করেছে। যেটাতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। কেননা বাংলাদেশের অধিকাংশ এজেন্সি কে দিয়ে কন্টেন্ট লেখাতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তাদের ডেডলাইন ঠিক থাকেনা   আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট। দোয়া করি তারা অনেক দূর এগিয়ে যাক।
    Sezan MahmudContent Writing Service Testimonial ReviewBD

    Follow Us

    Hot Services

    Open chat
    Welcome!

    How Can We Help You