এসইও প্রাইজিং

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO হচ্ছে সার্চ ইঞ্জিন র‍্যাংকিং ইম্প্রুভ করার জন্য নেয়া একটি বিশেষ ব্যবস্থা। আপনার ওয়েবসাইটটি যদি ইন্টারনেটে সার্চ ইঞ্জিনের রেজাল্টে খুঁজে পেতে চান, তাহলে এসইও এর বিকল্প নেই। এক অর্থে, এসইও হচ্ছে ওয়েবসাইটের কোয়ালিটি কন্ট্রোল। কেননা, একটি ওয়েবসাইটের কন্টেন্টের মানের উপরও সার্চ ইঞ্জিন র‍্যাংকিং নির্ভর করে। 

 

এসইও আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে, বেশি সংখ্যক ক্রেতাদের কাছে পৌঁছাতে সাহায্য করে। মার্কেটিং স্ট্রাটেজি হিসেবে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই এসইও এর খরচ সম্পর্কে আপনার জ্ঞান থাকা দরকার। 

 

এসইও এর খরচ হুট করে বলে দেয়া সম্ভব না। একটি ওয়েবসাইটের এসইও এর জন্য কত ব্যয় হতে পারে তা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন-

 

অন-পেজ SEO এর ব্যয় যেসব বিষয়ের উপর নির্ভর করে:

 

  • আপনার ওয়েবসাইটটি এখন কতটুকু কার্যকরী অবস্থায় আছে
  • ওয়েবসাইটটি হিউম্যান এবং সার্চ ইঞ্জিনের সাথে কতটুকু কমিউনিকেট করতে সক্ষম
  • ওয়েবসাইটটি রেসপন্সিভ কি না
  • ওয়েবসাইটটি কত দ্রুত লোড হয়
  • যথেষ্ট পরিমাণ কী-ওয়ার্ড আছে কি না
  • টাইটেল ট্যাগগুলি অপটমাইজ করা কি না
  • মেটা ডেস্ক্রিপশন অপটিমাইজ করা কি না
  • ইমেজগুলি যথাযথভাবে অপটিমাইজ করা হয়েছে কি না
  • ওয়েবসাইটের কন্টেন্টগুলির দৈর্ঘ্য এবং তা এসইও ফ্রেন্ডলি কি না
  • ইত্যাদি

 

অফ-পেজ SEO এর ব্যয় যেসব বিষয়ের উপর নির্ভর করে:

 

  • ওয়েবসাইটে কতগুলি ব্যাকলিংক এড করা আছে
  • ওয়েবসাইটে রেফারিং ডোমেইন কতগুলো আছে
  • ব্যাকলিংকগুলোর কোয়ালিটি কেমন
  • গুগল দ্বারা Penalized করা কি না
  • ন্যাচারাল Anchor text আছে কি না
  • ওয়েবসাইট কতদিনের 
  • ইত্যাদি

 

এছাড়া পেইজ অথরিটি, ডোমেইন অথরিটি ইত্যাদির ব্যাক লিংক ও রেফারিং ডোমেইনের উপরও নির্ভর করে। 

 

এসইও খরচ গাইডলাইন

 

বেশিরভাগ ওয়েবসাইটের এসইও এর খরচ তুলনা করে সাধারণভাবে একটি খরচের তালিকা দাঁড় করানো যায় অবশ্য। এসইও এর খরচের জন্য সার্ভিসদাতারা তিন ধরনের প্যাকেজ দিয়ে থাকে। 

সাধারণভাবে প্যাকেজ খরচগুলি হলো- 

 

মান্থলি খরচ

 

বেশিরভাগ এসইও সার্ভিসদাতারা গ্রাহকপদের এসইও করে দেওয়ার জন্যে মান্থলি অর্থাৎ প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ঠিক করে। এর পরিমাণ ভৌগলিক অবস্থানভেদে কম বেশি হয়। যেমন- ল্যাটিন আমেরিকা ও ভারতে এই খরচের পরিমাণ সবচেয়ে কম। 

মান্থলি খরচের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রাইজ রেঞ্জ হচ্ছে $৫০০থেকে $১০০০। এর পরের দ্বিতীয় যে প্রাইজ রেঞ্জটা জনপ্রিয় তা হচ্ছে $৩০০ থেকে $৫০০। এই দাম স্থান ও কাজ ভেদে ভিন্ন হয় কিন্তু কখনোই $৫০০০ অতিক্রম করে না। 

 

ঘন্টা হিসেবে খরচ

 

অনেকক্ষেত্রে এসইও সার্ভিস দেওয়ার জন্য প্রতি ঘন্টা হিসেবে চার্জ ঠিক করা হয়। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় প্রাইজ রেঞ্জটি হচ্ছে $১০০ থেকে $১৫০ প্রতি ঘন্টায়। দ্বিতীয় জনপ্রিয় অবস্থানে আছে $৭৫ থেকে $১০০ প্রাইজ রেঞ্জটি। বিভিন্ন স্থানভেদে এর পরিমাণ কমবেশি হলেও কখনো $১৫০ অতিক্রম করে না। ভারতে সাধারণত এই দাম $২৫ বা তার কম হয়। 

 

প্রতি প্রজেক্ট হিসেবে খরচ

 

বেশিরভাগ এসইও প্রজেক্টে $১০০০ থেকে $২০০০ খরচ হয়। তবে এর পরের জনপ্রিয় প্রাইজ রেঞ্জটি হচ্ছে $৫০০-১০০০$। 

 

আমাদের এসইও সার্ভিস

 

Creative Marketers সুলভ মূল্যে হাই-কোয়ালিটির এসইও সার্ভিস দিয়ে থাকে। আমাদের অধীনে যেসকল এসইও এক্সপার্টরা আছেন তারা সকলেই প্রফেশনাল ও দক্ষ। সাধারণত অভিজ্ঞতাসম্পন্ন কোনো এজেন্সি থেকে এসইও সার্ভিস নিতে তুলনামূলক বেশি খরচ হয়। কিন্তু Creative Marketers এক্ষেত্রে আলাদা। আমরা ও আমাদের অধীনে কর্মরতা অভিজ্ঞ হলেও আমরা সুলভ মূল্যে ও আকর্ষণীয় কাস্টমার সার্ভিসের সাথে এসইও সেবা প্রদান করে থাকি। 

 

একনজরে এসইও এর অন্তর্ভুক্র আমাদের  কয়েকটি সার্ভিস দেখে নেয়া যাক:

 

  • ওয়েব সার্ভার এবং অন-পেজ অ্যানালাইসিস ও রিপোর্টিং
  • ইউনিভার্সাল এসইও
  • লোকাল সার্চ অপটিমাইজেশন
  • GoogleBot Crawl ও robot.txt অপটিমাইজেশন
  • মেটা ট্যাগ (টাইটেল ও ডেস্ক্রিপশন)
  • সাইটম্যাপ তৈরি ও রেজিস্ট্রেশন
  • Key-phrase রিসার্চ ও সিলেকশন
  • গুগল মাই বিজনেস অপটিমাইজেশন
  • ইমেজ অপটিমাইজেশন
  • Google analytics ট্রাফিক অ্যানালাইসিস
  • আরো অন্যান্য

 

আমাদের সার্ভিস নিতে আগ্রহী হলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। 

যোগাযোগের জন্য কন্ট্যাক্ট ফরমটি পূরণ করে সাবমিট করে দিন। 

আপনার কোনো প্রশ্ন বা কিছু জানতে চাইলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন। 

 

Creative Marketers সবসময় আপনার অপেক্ষায়। 

 

Testimonial

Client SEO Review Sohel Nur
আলহামদুলিল্লাহ আমি ক্রিয়েটিভ মার্কেটার্স বিডি এর সার্ভিস নিয়ে সন্তুষ্ট। নিয়ত করেছি এই অ্যাডসেন্স সাইটের জন্য উনাদের থেকে সার্ভিস নিয়ে সাইট টা আরও আরও অনেক বড় করব ইনশাআল্লাহ্‌ ।   মাঝে মাঝে হাবিব ভাইকে মজা করে বলি, ভাই আমারে কি-ওয়ার্ড রিসার্চটা সেখান, আর এস,ই,ও টাও সেখান।
Sohel NurKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD
Client SEO Review Nashrullah
আমার টার্গেটেড কিওয়ার্ডগুলো র‍্যাঙ্কে আসার পরে, হাবিব ভাই রিসার্চ করে জানান আমার ব্যবসাতে আমি আরো কোন কোন নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভবিষ্যতে অনেক বেশি ট্রাফিক পাব এবং সেই ট্রাফিক থেকে আমার ভালো সেল আসবে, আমার কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড এ অ্যাড রান করছে, তারা কোন কোন কিওয়ার্ড থেকে বেশি ট্রাফিক পাচ্ছে এই জিনিসগুলো।   আমাকে একটা সুন্দর প্ল্যান দেন যেটা নিয়ে আমার এখন ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।   সর্বোপরি, আমি খুবই খুশি এবং সন্তুষ্ট ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ এর সার্ভিস নিয়ে।
Nasrullah NashSEO Testimonial ReviewBD
Client SEO Review rakib vai
সত্যি কথা বলতে , যতদিন বাচব ইন-শা-আল্লাহ উনারা যদি সার্ভিস অ্যাভাইলাভেল রাখেন তাহলে উনাদের সার্ভিস নিয়ে যাব ইনশাআল্লাহ্‌ এবং আমার পরিচিত যারা আছে তাদের হাইলি রিকমেন্ড করবো।
Rakib AhmedKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD
client Content review
তারা আমাকে কন্টেন্ট গুলো নির্ধারিত সময়ের মধ্যেই কোয়ালিটি বজায় রেখে ডেলিভার করেছে। যেটাতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। কেননা বাংলাদেশের অধিকাংশ এজেন্সি কে দিয়ে কন্টেন্ট লেখাতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তাদের ডেডলাইন ঠিক থাকেনা   আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট। দোয়া করি তারা অনেক দূর এগিয়ে যাক।
Sezan MahmudContent Writing Service Testimonial ReviewBD
client Imran Fahim vai SEO review
উনাদের মতো প্রফেশনাল এবং ভালো কোয়ালিটির সার্ভিস প্রোভাইডার আমি খুব কমই দেখেছি। বাংলাদেশে সাধারনত এমনটা পাওয়াই যায় না।
Imran FahimSEO Testimonial ReviewBD
Client SEO Review Badhon vai
আমরা এখন ওনার কোম্পানির থেকে কয়েকটি প্রোজেক্টের এস,ই,ও সার্ভিস নিচ্ছি । ভবিষ্যতে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে, অনেকগুলো প্রজেক্ট রান করানোর। বরাবরের মত ওনাদের থেকেই সার্ভিস নিব এবং ভালো সার্ভিস পাবো বলে আশাবাদি। ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ কে অনেক ধন্যবাদ, আমাদের কষ্ট করে কোয়ালিটি লোক খুজে হায়ার করতে হয় না। এখানেই আমরা সব ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস পেয়ে যাই।
BadhonSEO Testimonial ReviewBD,UAE,US,Estonia

Follow Us

Hot Services

Open chat
Welcome!

How Can We Help You