লোগো ডিজাইন সার্ভিস ইন বাংলাদেশ

Logo Design Service

একটি ভালো লোগো ডিজাইন সার্ভিস আপনার ব্যাবসার জন্য খুবই গুরুত্বপূর্ন। লোগো হচ্ছে একটি ব্র‍্যান্ডের পরিচয়-চিহ্ন। কোনো কোম্পানী বা ব্র‍্যান্ডের শুধু নামই তার পরিচিতি ও প্রচারের জন্যে যথেষ্ট নয়। একইরকম ক্যাটাগরির বিপুল সংখ্যক কোম্পানী রয়েছে এবং তার মধ্যে অনেকগুলোই প্রায় একইরকম। এসকল অসংখ্য কোম্পানীর মধ্য থেকে আপনার কোম্পানীকে ক্লায়েন্টের কাছে আলাদাভাবে তুলে ধরতে হবে। আর একটি পাওয়ারফুল লোগোই হতে পারে এ কাজের জন্যে যথেষ্ট। লোগো ছাড়া বিজনেস যেন অসম্পূর্ণ।

 

 

কিন্তু তাই বলে যেমন খুশী একটা লোগো বেছে নিলেই হবে না। একটি লোগো তার ব্যবসার পরিচিতি ও চিহ্ন বহন করে। তাই লোগোটি হতে হবে ইউনিক, প্রাসঙ্গিক, আকর্ষণীয় ও সহজবোধ্য। উৎকৃষ্ট মানের লোগো ব্যবসার গুরুত্বপূর্ণ একটি এসেট। তাই একটি ভালো মানের লোগো ঠিক করা গুরুত্বপূর্ণ। আর সে জন্যে লোগোটি তৈরি করা হতে হবে দক্ষ ও প্রফেশনাল লোগো ডিজাইনার দ্বারা।

 

Logo Design service in Bangladesh

 

 

Silver
30$
2 Samples Based on Your Concept - If You Don't Choose, We'll Refund You
2- Time Revisions
Source File
JPG-PNG-AI File
Logo Transparency
Our Present Usd Rate is 100৳
Purchase Now
Platinum
100$
5 Samples Based on Your Concept - If You Don't Choose, We'll Refund You
Unlimited Revisions
Source File
JPG-PNG-AI File
Logo Transparency
Favicon
Our Present Usd Rate is 100৳
Purchase Now
Additional Service
Social Media Kit - Porfile & Cover Image of All Major Social Media - 1000৳
Business card 1 side - 1200৳
Business card Both side - 2000৳
Letterhead - 1200৳
Envelope - 1500৳
Invoice - 1500৳
Logo Animation - 5000৳
Packet Design(Milk,Tea, Etc) 1 side - 2000৳
Packet Design(Milk,Tea, Etc) 2 side - 3000৳
Purchase Now

 

 

তাহলে কীভাবে আপনি আপনার কোম্পানির লোগো তৈরির জন্যে উপযুক্ত লোগো ডিজাইনার খুঁজে পাবেন?

 

Graphics Design service

 

আমরা আপনাকে এ বিষয়ে সহায়তা করতে পারি। আমাদের অধীনে আছে দক্ষ ও প্রফেশনাল লোগো ডিজাইনাররা। আমাদের লোগো ডিজাইনাররা প্রত্যেকেই ক্লায়েন্টের চাহিদামতো হাই কোয়ালিটি লোগো তৈরি করায় অভিজ্ঞ। আমরা দক্ষতার সাথে আপনার ব্যবসার জন্য উপযুক্ত লোগো আপনার ঠিক করা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে দিতে সক্ষম।

 

চলুন তার আগে একনজরে দেখে নিই একটি উপযুক্ত লোগো আপনার ব্যবসাকে কী কী দিতে পারেঃ

 

 

. আপনার ব্যবসাকে ক্লায়েন্টের চোখে আলাদা করে দেখাবে

 

আপনার ব্যবসাটি যে ধরনেরই হোক না কেন, একই ধরনের ব্যবসা মার্কেটে আরো অনেক থাকতে পারে। এতে করে এদের মধ্য থেকে ক্লায়েন্ট আপনাকে বিশেষভাবে আলাদা করে দেখতে পাবে না। এক্ষেত্রে আপনার লোগোটি যদি আকর্ষণীয় হয়, তাহলে আপনার ব্র‍্যান্ডটি ক্লায়েন্ট যেমন লক্ষ্য করবে তেমনি মনে রাখবে।

 

 

. আপনার ব্যবসাকে পরিচিতি দেয়

 

 

 

স্বাভাবিকভাবেই আপনার লোগোটি আপনার ব্যবসার সকল প্রচারণা ক্ষেত্রে থাকবে। যেমন- ভিজিটিং কার্ড, সাইনবোর্ড, ক্যাশ ম্যামো, বিজ্ঞাপন পোস্টার ইত্যাদি। এসকল ক্ষেত্রে আপনার লোগোটি যখন ক্লায়েন্টদের চোখে পড়বে, পরবর্তীতে তারা আপনার কোম্পানীর নাম না জানলেও লোগো দেখে চিনতে পারবে। আর মার্কেটিং এর ক্ষেত্রে পরিচিতি বিরাট একটি প্রাপ্তি।

 

 

. আপনার কোম্পানীকে প্রফেশনাল বিশ্বস্ত হিসেবে তুলে ধরে

 

একটি হাই-কোয়ালিটির লোগো ক্লায়েন্টের কাছে আপনার ব্যবসাকে দক্ষ ও প্রফেশনাল করে তোলে। ক্লায়েন্ট আপনার লোগোটির মান দেখে আপনার কোম্পানীর পেশাদারিত্ব ও কোয়ালিটি বিচার করে। এছাড়া ক্লায়েন্টরা সাধারণত মানসম্মত লোগো থাকা কোম্পানিকেই সহজে বিশ্বাস করে থাকে। বেশিরভাগ ক্লায়েন্টই প্রথম দর্শনে কোম্পানীর নাম যতটা খেয়াল করে, তার চেয়ে বেশি খেয়াল করবে যদি তার একটি আকর্ষণীয় লোগো থাকে। অর্থহীন ও লো-কোয়ালিটির লোগো-যুক্ত কোম্পানীর চেয়ে আপনার কোম্পানীকেই ক্লায়েন্ট আগে প্রাধান্য দিবে, যদি আপনার লোগোটি তাদের কাছে সঠিক মেসেজ পৌঁছে দিতে পারে।

 

 

. মার্কেট শেয়ারের একটি বড় অংশ অর্জন করতে সাহায্য করে

 

বিজনেস গ্রোয়িং এবং সফল ব্যবসার জন্য ক্লায়েন্ট একটি মৌলিক উপাদান। আপনার কোয়ালিটিফুল লোগোটি যখন মার্কেটে ক্লায়েন্টদের কাছে চোখে পড়ে, তখন স্বাভাবিক ভাবেই তারা আপনার কোম্পানির কাজের প্রতি আস্থা রাখে এবং আকৃষ্ট হয়। আপনার প্রতিদ্বন্দ্বী ব্যবসাগুলোর চেয়ে আপনার লোগোটি যদি পাওয়ারফুল মেসেজ বহন করে, তাহলে অবচেতনভাবেই ক্লায়েন্টরা আপনার কোম্পানির সার্ভিসই গ্রহণ করতে আগ্রহী হবে। ফলে মার্কেটের শুধু লোগোর কল্যাণে আপনার ব্যবসা ভালো সংখ্যার ক্লায়েন্ট পাচ্ছে।

 

Graphics design service with creative marketers bd

 

সুতরাং, পেশাদারিত্বের সাথে ব্যবসা করতে চাইলে আপনার ব্যবসাকে হওয়া চাই একটা ব্র‍্যান্ড। আর ব্র‍্যান্ড পরিচিতি পাওয়ার জন্য আপনার প্রয়োজন একটি লোগো। একটি উপযুক্ত ও মানসম্মত লোগো আপনার বিজনেস প্রোফাইলে পূর্ণতা দেয়। তাই, দেরি না করে আপনার ব্যবসার গ্রো করার জন্য পদক্ষেপ নিন যার প্রথম ধাপ হবে উপযুক্ত লোগো নির্বাচন করা।

 

বর্তমানে অসংখ্য লোগো ডিজাইন সার্ভিস ও গ্রাফিক্স ডিজাইনারদের পাওয়া যায়, কিন্তু এদের মধ্যে সবাইই উপযুক্ত না। আপনাকে এদের মধ্য থেকে বিশ্বস্ত এবং ভালো গ্রাফিক্স ডিজাইন সার্ভিস যারা দেয় তাদেরকে বেছে নিতে হবে।

 

এবার চলুন জেনে নিই কেন আমাদের কাছ থেকে লোগো ডিজাইন সার্ভিস নিবেনঃ

 

  • আমাদের ডিজাইনাররা অভিজ্ঞ দক্ষ

            আমাদের অধীনে কর্মরত ডিজাইনাররা সকলেই প্রফেশনাল। তারা দীর্ঘদিন যাবৎ লোগো ডিজাইন সার্ভিস প্রদান করে আসছে এবং ক্লায়েন্টদের চাহিদা ও প্রয়োজন বুঝতে তারা অভিজ্ঞ। আমাদের ডিজাইনারদের স্কিল, পেশাদারিত্ব, অভিজ্ঞতা, কাস্টমার সার্ভিস প্রশংসার দাবিদার।

 

  • আমরা কোয়ালিটিফুল লোগো ডিজাইন সার্ভিস প্রদান করিঃ

 

quality service by creative marketers bd

 

ক্রিয়েটিভ মার্কেটার্স বিডি এর লোগো ডিজাইনাররা তাদের কাজে দক্ষ ও অভিজ্ঞ বলে আমাদের তৈরি লোগোগুলি মানসম্মত ও ইউনিক হয়। ক্লায়েন্টের দেয়া বর্ণনা বা চাহিদা অনুযায়ী যে লোগোটি উপযুক্ত আমরা তাই দিয়ে থাকি। আমাদের তৈরি করা লোগোগুলি প্রফেশনাল ও হাই-কোয়ালিটি। কোনো ব্যবসার লোগো এমন হওয়া উচিৎ যাতে তা ঐ প্রতিষ্ঠানের স্পেসিফিক কোনো মেসেজ ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়। আমাদের টিম লোগো তৈরির সময় এসকল আদর্শ বৈশিষ্ট্যগুলির দিকে নজর রাখে।

 

  • আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমরা কনসেপ্ট রিভাইস করি

            ক্লায়েন্টের সুযোগ-সুবিধার দিকে আমরা আন্তরিক দৃষ্টি রাখি। তাই ক্লায়েন্টের যেমন লোগো প্রয়োজন কিংবা ক্লায়েন্টের যেমন চাহিদা সেরকম লোগো দেওয়ার আপ্রাণ চেষ্টা করি। আমাদের দেওয়া লোগো কোনো কারণে আপনার চাহিদামত না হলে আমরা তা পুনরায় রিভাইস করে আপনার যেরকম লোগো দরকার সেরকম দিবো।

 

  • আমরা অত্যন্ত সুলভ মূল্যে সার্ভিস দিই

            একটি ভালো মানের লোগো’র জন্য প্রফেশনাল ডিজাইনার হায়ার করতে সাধারণত বেশ ভালোই খরচ হয়। সেই তুলনার আমরা আপনাকে হাই-কোয়ালিটির লোগো সুলভ মূল্যে দিই। এফোর্ডেবল প্রাইজে মানসম্মত লোগো দেওয়াই আমাদের অনন্য বৈশিষ্ট্য। তাই একদিকে যেমন আপনার অর্থ সাশ্রয় হচ্ছে অন্যদিকে আপনি পেয়ে যাচ্ছেন হাই-কোয়ালিটির লোগো।

 

  • আমরা মানিব্যাক গ্যারান্টি দিই

            আমাদের কাছ থেকে পেমেন্ট দিয়ে লোগো নেওয়ার পর আপনার চাহিদামত না হলে  মানিব্যাক পেতে পারেন (শর্ত প্রযোজ্য)। তাই আমাদের সার্ভিস আপনাদের কাছে আরো বিশ্বস্ত ও রিস্ক-ফ্রী।

 

  • বিপুল সংখ্যক ক্লায়েন্ট আমাদের সার্ভিসে সন্তুষ্ট

            আমরা ইতোমধ্যেই বিভিন্ন কোম্পানি, ব্যাক্তি, প্রতিষ্ঠানদের লোগো তৈরি করে দিয়েছি। আমাদের সার্ভিস নিয়ে আমাদের ক্লায়েন্টরা সন্তুষ্ট। আমাদের রেপুটেশনই আমাদের প্রধান অঙ্গীকার। আমরা সর্বদা আমাদের ক্লায়েন্টের সুবিধার দিকে আন্তরিক দৃষ্টি রাখি। তাই আপনিও হতে পারেন আমাদের কাছ থেকে প্রাপ্য সার্ভিস নিয়ে সন্তুষ্ট ক্লায়েন্টদের একজন। ঝুঁকি ছাড়াই সুলভ মূল্যে আমরাই দিচ্ছি এরকম প্রমিজিং সার্ভিস।

 

Lets Start Digital business with creative marketers bd

 

তাহলে আপনি আমাদের সার্ভিস নিতে আগ্রহী হলে শীঘ্রই যোগাযোগ করুন!

আপনার যদি কিছু জানার প্রয়োজন থাকে, আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

 

কিছু জিজ্ঞাসা তার উত্তর

 

প্রশ্নঃ আপনারা লোগো জন্য কত টাকা করে নেন?

উত্তরঃ এটি মূলত লোগো’র ডিজাইন, টাইপ ও গ্রাহকের চাহিদার উপর নির্ভর করে। সাধানত আমরা ১০০০ থেকে ২০০০টাকা চার্জ করে থাকি। তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের সার্ভিস অত্যন্ত সুলভ মূল্যে অন্যান্যদের তুলনার হাই-কোয়ালিটিফুল ।

 

প্রশ্নঃ আপনারা কি সবধরনের লোগো ডিজাইন করেন?

উত্তরঃ কোনো অবৈধ, অসামাজিক মেসেজ বহন করে এবং কোনো ধর্ম বা জাতিকে হেয় করে এরকম লোগো আমরা তৈরি করে দিই না। এছাড়া অন্যান্য সকল ধরনের লোগোই আমরা তৈরি করি।

 

আমাদের সাথে যোগাযোগ করার উপায়

আমাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আমাদের ইমেইল: [email protected] , ফোন ; ০১৮৯১৭১৬১৩০

অথবা,

আপনি Contact Form টি ফিলাপ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

 

     

    ধন্যবাদ।

     

    Testimonial

    Client SEO Review Sohel Nur
    আলহামদুলিল্লাহ আমি ক্রিয়েটিভ মার্কেটার্স বিডি এর সার্ভিস নিয়ে সন্তুষ্ট। নিয়ত করেছি এই অ্যাডসেন্স সাইটের জন্য উনাদের থেকে সার্ভিস নিয়ে সাইট টা আরও আরও অনেক বড় করব ইনশাআল্লাহ্‌ ।   মাঝে মাঝে হাবিব ভাইকে মজা করে বলি, ভাই আমারে কি-ওয়ার্ড রিসার্চটা সেখান, আর এস,ই,ও টাও সেখান।
    Sohel NurKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD
    Client SEO Review rakib vai
    সত্যি কথা বলতে , যতদিন বাচব ইন-শা-আল্লাহ উনারা যদি সার্ভিস অ্যাভাইলাভেল রাখেন তাহলে উনাদের সার্ভিস নিয়ে যাব ইনশাআল্লাহ্‌ এবং আমার পরিচিত যারা আছে তাদের হাইলি রিকমেন্ড করবো।
    Rakib AhmedKeyword Research, Content & SEO Service Testimonial ReviewBD
    Client SEO Review Nashrullah
    আমার টার্গেটেড কিওয়ার্ডগুলো র‍্যাঙ্কে আসার পরে, হাবিব ভাই রিসার্চ করে জানান আমার ব্যবসাতে আমি আরো কোন কোন নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভবিষ্যতে অনেক বেশি ট্রাফিক পাব এবং সেই ট্রাফিক থেকে আমার ভালো সেল আসবে, আমার কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড এ অ্যাড রান করছে, তারা কোন কোন কিওয়ার্ড থেকে বেশি ট্রাফিক পাচ্ছে এই জিনিসগুলো।   আমাকে একটা সুন্দর প্ল্যান দেন যেটা নিয়ে আমার এখন ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।   সর্বোপরি, আমি খুবই খুশি এবং সন্তুষ্ট ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ এর সার্ভিস নিয়ে।
    Nasrullah NashSEO Testimonial ReviewBD
    client Imran Fahim vai SEO review
    উনাদের মতো প্রফেশনাল এবং ভালো কোয়ালিটির সার্ভিস প্রোভাইডার আমি খুব কমই দেখেছি। বাংলাদেশে সাধারনত এমনটা পাওয়াই যায় না।
    Imran FahimSEO Testimonial ReviewBD
    client Content review
    তারা আমাকে কন্টেন্ট গুলো নির্ধারিত সময়ের মধ্যেই কোয়ালিটি বজায় রেখে ডেলিভার করেছে। যেটাতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। কেননা বাংলাদেশের অধিকাংশ এজেন্সি কে দিয়ে কন্টেন্ট লেখাতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তাদের ডেডলাইন ঠিক থাকেনা   আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট। দোয়া করি তারা অনেক দূর এগিয়ে যাক।
    Sezan MahmudContent Writing Service Testimonial ReviewBD
    Client SEO Review Badhon vai
    আমরা এখন ওনার কোম্পানির থেকে কয়েকটি প্রোজেক্টের এস,ই,ও সার্ভিস নিচ্ছি । ভবিষ্যতে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে, অনেকগুলো প্রজেক্ট রান করানোর। বরাবরের মত ওনাদের থেকেই সার্ভিস নিব এবং ভালো সার্ভিস পাবো বলে আশাবাদি। ক্রিয়েটিভ মার্কেটার্স বাংলাদেশ কে অনেক ধন্যবাদ, আমাদের কষ্ট করে কোয়ালিটি লোক খুজে হায়ার করতে হয় না। এখানেই আমরা সব ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস পেয়ে যাই।
    BadhonSEO Testimonial ReviewBD,UAE,US,Estonia

    Follow Us

    Hot Services

    Open chat
    Welcome!

    How Can We Help You